ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ১৭৩. কাউকে শিঙা লাগিয়ে পয়সা কামানো      
      
   
      রা’ফি’ বিন্ খাদীজ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
ثَمَنُ الْكَلْبِ خَبِيْثٌ ، وَمَهْرُ الْبَغِيِّ خَبِيْثٌ ، وَكَسْبُ الْحَجَّامِ خَبِيْثٌ
‘‘কুকুরের বিক্রিলব্ধ পয়সা নিকৃষ্ট, ব্যভিচারিণীর ব্যভিচারলব্ধ পয়সা এবং কারোর শরীর থেকে দূষিত রক্ত বের করে উপার্জিত পয়সা নিকৃষ্ট’’।[1]
মু’হায়্যেসা (রা.) একদা রাসূল (সা.) এর নিকট শরীর থেকে দূষিত রক্ত বেরকারীর উপার্জিত পয়সা নেয়ার অনুমতি চাইলে তিনি তাকে তা নিতে নিষেধ করেছেন। তিনি রাসূল (সা.) কে এ ব্যাপারে বারবার জিজ্ঞাসা করলে রাসূল (সা.) তাঁকে বলেন:
أَعْلِفْهُ نَاضِحَكَ وَرَقِيْقَكَ
‘‘তুমি তা তোমার উট ও গোলামকে খেতে দাও’’।[2]
> [1] (মুসলিম, হাদীস ১৫৬৮ আবু দাউদ, হাদীস ৩৪২১)
[2] (আবু দাউদ, হাদীস ৩৪২২)
                [2] (আবু দাউদ, হাদীস ৩৪২২)