ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৫৩. কোন মু’মিনকে কোন কাফিরের পরিবর্তে হত্যা করা
আব্দুল্লাহ্ বিন্ ’আমর বিন্ ’আস্ব্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ
‘‘কোন মু’মিনকে কোন কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ২৭৫১)