ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৪৬. কোন অমুসলমানের সালামের উত্তরে ’ওয়া’আলাইকুমুস্-সালাম’ বলা
আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نُهِيْنَا أَوْ أُمِرْنَا أَنْ لاَ نَزِيْدَ أَهْلَ الْكِتَابِ عَلَى : وَعَلَيْكُمْ
‘‘আমাদেরকে নিষেধ অথবা আদেশ করা হয়েছে এ মর্মে যে, আমরা যেন ইহুদি ও খ্রিস্টানের সালামের উত্তরে ‘‘ওয়া’আলাইকুম’’ থেকে কোন কিছু বাড়িয়ে না বলি’’।[1]
আনাস্ (রা.) থেকে আরো বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُوْلُوْا : وَعَلَيْكُم
‘‘যখন তোমাদেরকে ইহুদি-খ্রিস্টানরা সালাম দিবে তখন তোমরা তার উত্তরে বলবে শুধু ’’ওয়া’আলাইকুম’’।[2]
> [1] (আহ্মাদ্, হাদীস ১২১৩৬ ইবনু আবী শাইবাহ্, হাদীস ২৫৭৬৩)
[2] (মুসলিম, হাদীস ২১৬৩)
[2] (মুসলিম, হাদীস ২১৬৩)