ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৪০. শরীয়ত বাস্তবায়নে কঠোরতা অবলম্বন করা কিংবা এমনভাবে কোন গুনাহ্গার ব্যক্তিকে আল্লাহ্ তা’আলার আযাব ও জাহান্নামের ভয় দেখানো যাতে করে সে আল্লাহ্ তা’আলার রহ্মত থেকে একেবারেই নিরাশ হয়ে যায়
আবু মূসা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) একদা আমাকে ও মু’আয (রা.) কে ইয়েমেনের দিকে পাঠিয়ে বলেন:
يَسِّرَا وَلاَ تُعَسِّرَا ، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا ، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا
‘‘তোমরা মানুষের মাঝে শরীয়ত বাস্তবায়নে সহজতা অবলম্বন করবে ; কঠোরতা নয়। পাপীদেরকে ভয় মিশ্রিত আশার বাণী শুনাবে ; নিরাশার বাণী নয়। একে অপরকে মেনে চলবে ; দ্বন্দ্ব করবে না’’।[1]
আব্দুল্লাহ্ বিন্ মাস্’ঊদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
هَلَكَ الْـمُتَنَطِّعُوْنَ ثَلاَثًا
‘‘ধ্বংস হোক কট্টরপন্থীরা। রাসূল (সা.) উক্ত কথাটি তিন বার বলেছেন’’।[2]
> [1] (বুখারী, হাদীস ৩০৩৮ মুসলিম, হাদীস ১৭৩৩)
[2] (মুসলিম, হাদীস ২৬৭০)
[2] (মুসলিম, হাদীস ২৬৭০)