ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১২৩. কোন মুসলমানকে ’আলাইকাস্-সালাম’ বলে সালাম দেয়া

জাবির বিন্ সুলাইম (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি একদা রাসূল (সা.) এর নিকট এসে তাঁকে ‘‘আলাইকাস্-সালাম’’ বলে সালাম দিলে তিনি বলেন:

لاَ تَقُلْ : عَلَيْكَ السَّلاَمُ ؛ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ الْـمَيِّتِ ، قُلْ : السَّلاَمُ عَلَيْكَ

‘‘আলাইকাস্-সালাম’’ বলো না। কারণ, ‘‘আলাইকাস্-সালাম’’ হচ্ছে মৃত লোকের সম্ভাষণ। বরং বলবেঃ ’’আস্সালামু ’আলাইকা’’।[1]

>
[1] (আবু দাউম, হাদীস ৪০৮৪ তিরমিযী, হাদীস ২৭২২)