ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১০৫. শরীয়ত সমর্থিত কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কারোর উপর এমনিতেই রাগ করা
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: জনৈক ব্যক্তি নবী (সা.) এর নিকট এসে বললো: হে নবী! আমাকে ওসিয়ত করুন। তখন নবী (সা.) তাকে বললেন:
لاَ تَغْضَبْ
‘‘তুমি অহেতুক কোন রাগ করো না’’।[1]
লোকটি নবী (সা.) কে বার বার ওসিয়ত করতে বললেও নবী (সা.) তাকে একই ওসিয়ত করেন। তুমি অহেতুক কোন রাগ করো না।
আবুদ্দারদা’ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تَغْضَبْ ، وَلَكَ الْـجَنَّةُ
‘‘তুমি অহেতুক কোন রাগ করো না। তা হলে তুমি জান্নাত পাবে’’।[2]
> [1] (বুখারী, হাদীস ৬১১৬)
[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৩৭৪)
[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৩৭৪)