ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৯৬. মু’মিন ছাড়া অন্য কারোর সাথে চলাফেরা করা কিংবা মুত্তাকী ছাড়া অন্য কাউকে খানা খাওয়ানো
আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:
لاَ تُصَاحِبْ إِلاَّ مُؤْمِنًا ، وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إلاَّ تَقِيٌّ
‘‘একজন খাঁটি ঈমানদার ছাড়া তুমি অন্য কারোর সাথে চলাফেরা করো না এবং একজন মুত্তাকী তথা আল্লাহ্ভীরু ছাড়া অন্য কেউ যেন তোমার খানা না খায়’’।[1] তবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা কিংবা কাউকে নসীহত করা অথবা কাউকে ইসলামের দিকে দা’ওয়াত দেয়ার জন্য তার সঙ্গ দেয়া কিংবা তাকে খানা খাওয়ানো যেতে পারে।
[1] (আবু দাউদ, হাদীস ৪৮৩২ তিরমিযী, হাদীস ২৩৯৫)