ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৫৯. আগুন, পানি কিংবা ঘাস নিতে কাউকে বাধা দেয়া

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

ثَلاَثٌ لاَ يُمْنَعْنَ : الْـمَاءُ وَالْكَلَأُ وَالنَّارُ

‘‘তিনটি জিনিস নিয়ে যেতে কাউকে বাধা দেয়া যাবে না। সে জিনিসগুলো হচ্ছে পানি, ঘাস ও আগুন’’।[1]

>
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৩০৪৮)