ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৫৭. ধর্ম প্রচার কিংবা নিতান্ত কোন প্রয়োজন ছাড়া মুশ্রিকদের সঙ্গে সহাবস্থান করা

জারীর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

بَرِئَتِ الذِّمَّةُ مِمَّنْ أَقَامَ مَعَ الْـمُشْرِكِيْنَ فِيْ دِيَارِهِمْ

‘‘আমি সে ব্যক্তির জিম্মা মুক্ত যে মুশ্রিকদের সঙ্গে তাদের এলাকায় সহাবস্থান করছে’’।[1]

>
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৮১৮)