ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৫২. কোন কবরের পার্শ্বে ছাগল কিংবা গরু যবাই করা      
      
   
      আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ عَقْرَ فِيْ الْإِسْلاَمِ
‘‘ইসলাম ধর্মে (কোন কবরের পার্শ্বে) ছাগল কিংবা গরু যবাই করার কোন বিধান নেই’’।[1]
> [1] (আহমাদ্ ৩/১৯৭)