ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৪৯. অন্য প্লেট থাকা সত্ত্বেও ইহুদি-খ্রিস্টানদের প্লেটে খাদ্য গ্রহণ করা      
      
   
      আবু সা’লাবাহ্ আল-খুশানী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَمَّا مَا ذَكَرْتَ أَنَّكَ بِأَرْضِ أَهْلِ كِتَابٍ ، فَلاَ تَأْكُلُوْا فِيْ آنِيَتِهِمْ إِلاَّ أَنْ لاَ تَجِـدُوْا بُدًّا ، فَإِنْ لَمْ تَجِدُوْا بُدًّا فَاغْسِلُوْهَا وَكُلُوْا فِيْهَا
‘‘তুমি উল্লেখ করেছো যে, তুমি ইহুদি-খ্রিস্টানদের এলাকায় অবস্থান করছো। সুতরাং যথাসাধ্য তাদের প্লেটে খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবে। তবে তা সম্ভব না হলে তা ধুয়ে তাতে খাদ্য গ্রহণ করবে’’।[1]
> [1] (বুখারী, হাদীস ৫৪৯৪ মুসলিম, হাদীস ১৯৩০)