ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৩. মানুষকে দেখানো কিংবা গর্বের বশবর্তী হয়ে মেহমানদারি নিয়ে প্রতিযোগিতাকারী কারোর দা’ওয়াত গ্রহণ করা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:

الْـمُتَبَارِيَانِ لاَ يُجَابَانِ ، وَلاَ يُؤْكَلُ طَعَامُهُمَا

‘‘মানুষকে দেখানো কিংবা গর্বের বশবর্তী হয়ে মেহমানদারি নিয়ে প্রতিযোগিতাকারীদ্বয়ের দা’ওয়াত গ্রহণ করা যাবে না। এমনকি তাদের খানাও খাওয়া যাবে না’’।[1]

>
[1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৬৬৭১)