ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ২২. কোন মুসলমানের মনোসন্তুষ্টি ছাড়া যে কোনভাবে তার সম্পদ খাওয়া      
      
   
      হানিফাহ্ রাক্বাশী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ بِطِيْبِ نَفسٍ مِنْهُ
‘‘কোন মুসলমানের মনো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্যের জন্য কোনভাবেই হালাল হবে না’’।[1]
আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَأَلْقَيَنَّ اللهَ عَزَّ وَجَلَّ مِنْ قَبْلِ أَنْ أُعْطَى مِنْ مَالِ أَحَدٍ شَيْئًا بِغَيْرِ طِيْبِ نَفْسِهِ ، إِنَّمَا الْبَيْعُ عَنْ تَرَاضٍ
‘‘আমি আল্লাহ্ তা’আলার সাথে এমতাবস্থায় সাক্ষাত করতে চাই যে, অথচ আমাকে ইতিপূর্বে কারোর সম্পদের কিয়দংশ তার মনোসন্তুষ্টি ছাড়া দেয়া হয়নি। বেচা-বিক্রি তো নিশ্চয়ই উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতেই হতে হবে’’।[2]
> [1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৭৬৬২)
[2] (ইরওয়াউল-গালীল, হাদীস ১২৮৩)
                [2] (ইরওয়াউল-গালীল, হাদীস ১২৮৩)