ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে সালাতুদ-দুহার সংক্ষিপ্ত বিধান প্রশ্ন ও উত্তরসমূহ ইসলামহাউজ.কম
প্রশ্ন: সালাতুল আউয়াবীন নামে কোনো সালাত আছে কিনা?
উত্তর: সালাতুল আউয়াবীন নামে আলাদা কোনো সালাত নেই, তবে সূর্যের রশ্মি প্রখর হওয়ার সময় থেকে নিয়ে সূর্য ডলার পূর্ব পর্যন্ত যে সালাতুদ-দুহা পড়া হয় তাকেই হাদীসে সালাতুল আউয়াবীন বলা হয়েছে। (আল-লাজনাহ আদ-দায়িমাহ: ১৫৪/৬)