ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান نون (নূন) [১০৮] ইসলামহাউজ.কম
نون (নূন) - ৪

نَاظِرٌ مث نَاظِرَةٌ দর্শক, দ্রষ্টা, দৃষ্টিপাতকারী, দর্শনকারী, প্রত্যক্ষকারী, লক্ষ্যকারী ২:৬৯

نَظْرَةٌ مص একবার তাকানো, এক নজর, একবার দর্শন, এক পলক, এক মূহুর্ত ৩৭:৮৮

نَظِرَةٌ مص দেখতে দেওয়া, ছাড় দেওয়া, অবকাশ, সুযোগ ২:২৮০

مُنْظَرٌ অবকাশপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, দর্শনযোগ্য ৭:১৫

مُنْتَظِرٌ অপেক্ষাকারী, অপেক্ষমাণ, প্রতীক্ষমাণ, সুযোগসন্ধানী ৬:১৫৮

نَعْجَةٌ ج نِعَاجٌ <نعج দুম্বা, দুম্বী, ভেড়ী, মেষ ৩৮:২৪

نُعَاسٌ <نعس তন্দ্রা, ঝিমুনি, নিদ্রাবেশ, প্রমীলা, ঘুমঘুম ভাব, অবসাদ, শ্রান্তি ৮:১১

نَعَقَ [ض] <نعق আর্তনাদ করা, চিৎকার করা, হাঁকডাক দেওয়া, বিলাপ করা, হাউমাউ করা, হায়হায় করা ২:১৭১

نَعْلٌ جل أَنْعُلٌ، نِعَالٌ <نعل জুতা, পাদুকা, চপ্পল, স্যান্ডেল ২০:১২

أَنْعَمَ، نَعَّمَ <نعم নিয়ামত দেওয়া, অনুগ্রহ করা, ইহসান করা, দয়া করা, দান করা, প্রাচুর্য দেওয়া ১:৬

نَاعِمَةٌ নিয়ামতপূর্ণ, নিয়ামত ভোগকারী, আনন্দঘন, আনন্দিত, সজীব, উৎফুল্ল, পুলকিত, স্বর্গসুখী, বিলাসিতাপূর্ণ ৮৮:৮

نَعْمَةٌ مص উপভোগ্যবস্তু, বিলাসদ্রব্য, বিলাস সামগ্রী ৪৪:২৭

نِعْمَةٌ ج نِعَمٌ، نَعْمَاءٌ، أَنْعُمٌ নিয়ামত, অনুগ্রহ, দান, কৃপা, উপভোগ্য ১১:১০

نَعِيْمٌ ص বিলাসবহুল, নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা, সুখসেব্য, আরামপ্রদ, বিলাসসামগ্রী ৫:৬৫


نَعَمٌ ج أَنْعَامٌ পশু সম্পদ, প্রাণী সম্পদ, প্রাণী, গৃহপালিত পশু, গবাদিপশু, চতুষ্পদজন্তু ৫:১

نِعِمَّا، نِعْمَ কী চমৎকার!, কী উপভোগ্য!, চমৎকার!, বাহবা!, উত্তম!, কী উত্তম! ৪:৫৮

نَعَمْ হাঁ, ঠিক আছে, জি হাঁ ৭:৪৪

أَنْغَضَ <نغض হেলানো, ঝাকানো, নাড়া, নাড়া দেওয়া ১৭:৫১

النَّفَّاثَاتِ <نفث ফুৎকারকারিণী, ফুকদাতা, জাদুকর ১১৩:৪

نَفْحَةٌ <نفح বাতাস, হাওয়া, বায়ু, বার, পালা, পর্ব ২১:৪৬

نَفَخَ [ن]، نَفْخَةٌ <نفخ ফুঁ দেওয়া, ফুৎকার করা, ফুক দেওয়া, ফোঁকা ৬৯:১৩

نَفِدَ [س]، نَفَادٌ <نفد ফুরিয়ে যাওয়া, নিঃশেষ হওয়া, শেষ হওয়া, খতম করা ৩৮:৫৪

نَفَذَ [ن] <نفذ বের হয়ে যাওয়া, অতিক্রম করা, লঙ্ঘন করা ৫৫:৩৩

نَفَرَ [ض] <نفر বের হওয়া, বাহিরে যাওয়া, সফর করা, পরিবার ছেড়ে সফর করা, স্বজন থেকে দূরে যাওয়া ৯:১২২

نَفَرٌ، نَفِيرٌ جل أَنْفَارٌ পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, সফরকারী, মুসাফির, কাফেলা, দল, জামাত ৭২:১

نُفُورٌ مص ঘৃণা, দ্বেষ, দূরত্ব, বিচ্ছিন্নতা ১৭:৪১

مُسْتَنفِرَةٌ দলছোটা গাধা, পালহীন, পলায়নপর, পলায়মান ৭৪:৫০

تَنَفَّسَ <نفس শ্বাস গ্রহণ করা, শ্বাসপ্রশ্বাস নেওয়া, হাফ ছেড়ে বাঁচা, দিবসের সূচনা হওয়া, প্রভাত হওয়া ৮১:১৮

تَنَافَسَ নিঃশ্বাস নেওয়া, আকাঙ্ক্ষা করা, আগ্রহী হওয়া, উদ্যোমী হওয়া, প্রতিযোগিতা করা ৮৩:২৬

مُتَنَافِسٌ আগ্রহী, উদ্যোমী, প্রতিযোগী, আকাঙ্ক্ষী ৮৩:২৬

نَفْسٌ ج نُفُوسٌ، أَنْفُسٌ নফস, প্রাণ, আত্মা, স্বয়ং, নিজ, খোদ, ব্যক্তি, মন, প্রবৃত্তি, ইন্দ্রিয় ১৭:১৫

نَفَشَ [ن] <نفش রাত্রিবেলা চরে ফসল তুলাধুনা করা, রাতে ফসল নষ্ট করা, রাতে চরা, ফসল তুলাধুনা করা, ধুনিত করা ২১:৭৮

مَنْفُوشٌ ধুনিত, ধুনিত তুলা ১০১:৫

نَفَعَ [ف]، نَفْعًا <نفع উপকার করা, মঙ্গল করা, কল্যাণ করা, হিতসাধন করা, ফায়দা দেওয়া ১০:৪৯

مَنَافِعُ و مَنْفَعَةٌ উপকারিতা, লাভ, কল্যাণ, হিত, মঙ্গল, সুবিধা ২:২১৯

أَنْفَقَ، الإِنفَاقُ <نفق ব্যয় করা, খরচ করা ৪:৩৪

نَافَقَ، نِفَاقًا মুনাফেকি করা, কপটতা করা, কপটাচার করা, ছলনা করা, ভেক ধরা, দ্বিমুখী হওয়া, কপটাচারী হওয়া, মুনাফিক হওয়া ৩:১৬৭

نَفَقَةٌ ج نَفَقَاتٌ খরচাপাতি, ব্যয়, খরচ ৯:৫৪

مُنْفِقٌ খরচকারী, দানকারী, ব্যয়কারী ৩:১৭

مُنَافِقٌ মুনাফিক, কপট, দ্বিমুখী, বাকধার্মিক, ছদ্মবেশী ৯:৬৭

نَفَقٌ جل أَنْفَاقٌ সুরঙ্গ, সুড়ঙ্গ, সুড়ঙ্গপথ, সুঁড়িপথ, সংকীর্ণ রাস্তা ৬:৩৫

أَنْفَالٌ و نَفَلٌ <نفل নফল: গনিমত প্রদত্ত নবী আলাইহিস সালামের অংশ, গনিমতের বণ্টনোর্ধ¦ সম্পদ, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ ৮:১

نَافِلَةٌ অতিরিক্ত পুরস্কার, অতিরিক্ত সম্পদ ১৭:৭৯

نَفَى [ض] <نفي নির্বাসিত করা, দেশত্যাগ করা, দেশত্যাগে বাধ্য করা ৫:৩৩

نَقَّبَ <نقب তন্নতন্ন করে আশ্রয় খুঁজে বেড়ানো, আশ্রয়হীন বিচরণ করা ৫০:৩৬

نَقْبٌ বিদীর্ণ করা, ছিদ্র করা, ভেদ করা, বিদ্ধ করা ১৮:৯৭

نَقِيْبٌ جل نُقَبَاءُ সর্দার, দলপতি, নেতা ৫:১২

أَنْقَذَ <نقذ উদ্ধার করা, মুক্ত করা, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া ৩:১০৩

اسْتَنْقَذَ উদ্ধারের চেষ্টা করা, উদ্ধার করতে চাওয়া, উদ্ধার করতে পারা ২২:৭৩

نَقَرَ [ن] <نقر ছিদ্রে ফুক দেওয়া, ফুৎকার করা, ফুঁ দেওয়া ৭৪:৮

نَاقُورٌ جل نَوَاقِيْرُ ছিদ্রবিশিষ্ট ফুৎকারযন্ত্র, সিঙা, সিঙ্গা, বাঁশি ৭৪:৮

نَقِيرٌ ص বিন্দু, ফোটা, ছিদ্র, তিল পরিমাণ, স্বল্প, অণু ৪:৫৩