ن অনবহিত অর্থ ৬৮:১
نَأَى [ن] <نأي দূরে যাওয়া, সরে পড়া, কেটে পড়া, দূরে থাকা, বিরত থাকা ১৭:৮৩
نَبَّأَ، أَنبَأَ <نبأ সংবাদ দেওয়া, খবর দেওয়া, জ্ঞাপন করা, জানানো, অবহিত করা, বলে দেওয়া, প্রচার করা, রিপোর্ট করা, সতর্ক করা, হুশিয়ারি উচ্চারণ করা ৬৬:৩
اسْتَنْبَأَ সংবাদ জানতে চাওয়া, খবর চাওয়া, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া ১০:৫৩
نَبَأٌ ج أَنبَاءٌ সংবাদ, খবর, বার্তা, প্রতিবেদন, সমাচার, বৃত্তান্ত, নিউজ, বিবরণ, সুখবর, কাহিনী, ঘটনা, ওহি ৬:৫
نَبِيٌّ ج نَبِيُّوْنَ، أَنبِيَاءٌ নবী, রাসূল, পয়গম্বর, দূত, প্রতিবেদক, সাংবাদিক ২:৬১
النُّبُوَّةُ নবুওয়াত, পায়গাম্বরি, রিসালাত ৩:৭৯
نَبَتَ [ن] <نبت জন্মানো, গজানো, অঙ্কুরিত হওয়া, পয়দা হওয়া, উৎপাদন হওয়া, চারা বের হওয়া, ফলন হওয়া ২৩:২০
أَنبَتَ জন্মানো, অঙ্কুরিত করা, উদগত করা, উৎপন্ন করা, উৎপাদন করা, চারা বের করা, ফলিয়ে দেওয়া, ফসল ফলানো ৩:৩৭
نَبَاتٌ اج উৎপন্ন করা, অঙ্কুরণ, উদ্ভিদ, চারা, গাছ, লতা, শস্য, ফসল, অঙ্কুর ৭১:১৭
نَبَذَ [ض] <نبذ নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ফেলে রাখা, বর্জন করা, ভঙ্গ করা ২:১০১
انتَبَذَ নিক্ষিপ্ত হওয়া, বর্জনীয় হওয়া, বর্জিত হওয়া, সরে পড়া, সটকে যাওয়া, পৃথক হওয়া ১৯:১৬
تَنَابَزَ <نبز পরস্পরকে অপনামে ডাকা, বিদ্রুপাত্মক উপাধি দেওয়া ৪৯:১১
اسْتَنْبَطَ <نبط খুঁজে বের করা, গবেষণা করা, উদ্ভাবন করা, বিশ্লেষণ করা ৪:৮৩
يَنبُوعٌ ج يَنَابِيعُ <نبع ঝরণা, জলপ্রপাত, ফোয়ারা, প্রস্রবণ, নিঝরিণী ১৭:৯০
نَتَقَ [ن، ض] <نتق উত্তোলন করা, তুলে ধরা ৭:১৭১
انتَثَرَ <نثر বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া, এলোমেলো হওয়া, ছত্রভঙ্গ হওয়া, ছিটকে পড়া ৮২:২
مَنثُورٌ বিক্ষিপ্ত, এলোমেলো, ছত্রভঙ্গ, ছড়ানো ২৫:২৩
النَّجْدَيْنِ <نجد ভালোমন্দ দুই পথ, ইমান ও কুফরি, ন্যায়-অন্যায়, উভয় পথ, পন্থাদ্বয়, পন্থা, উচ্চভূমি ৯০:১০
نَجَسٌ جل أَنْجَاسٌ <نجس নাপাক, অপবিত্র, অশুচি, নোংরা ৯:২৮
الإِنجِيلُ جل أَنَاجِيْلُ <نجل ইঞ্জিল: হজরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩
النَّجْمُ ج النُّجُومُ <نجم নক্ষত্র, তারকা, তারা, সিতারা, জ্যোতিষ্ক; তৃণ, লতা, গুল্ম, শাকসবজি ৫৫:৬
نَجَا [ن]، نَجَاةٌ <نجو নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া, ছাড়া পাওয়া, নিস্তার পাওয়া, রেহাই পাওয়া, অব্যাহতি লাভ করা, খালাস পাওয়া ১২:৪৫
أَنجَى، نَجَّى নাজাত দেওয়া, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া, অব্যাহতি দেওয়া, খালাস দেওয়া ৭:৮৯
نَاجَى، تَنَاجَى পরস্পরে কানকথা বলা, মুনাজাত করা, কানাকানি করা, ফিসফিস করা, ফিসফিসিয়ে কথা বলা, কানে কানে কথা বলা, একান্তে আলাপ করা, পরামর্শ করা ৫৮:১২
نَاجٍ মুক্তি লাভকারী, মুক্তিকামী, মুক্তিপ্রাপ্ত ১২:৪২
نَجِيٌّ ص পরামর্শকারী, পরামর্শার্থে, একান্তসঙ্গি ১২:৮০
النَّجْوَى কানাঘুষা, গোপন পরামর্শ, গোপনকথা, কানকথা, গোপনালাপ, আলাপচারিতা ১৭:৭৪
مُنَجِّيٌ মুক্তিদাতা, উদ্ধারকারী, নিস্তারকারী ২৯:৩৩
نَحْبٌ مص <نحب দায়িত্ব, কর্তব্য, জিম্মা ৩৩:২৩
نَحَتَ [ض] <نحت পাথর কেটে তৈরি করা, পাথর কাটা, খোদাই করা, ভাস্কর্য বানানো ১৫:৮২
نَحَرَ [ف] <نحر উট নহর করা, বিশেষ পদ্ধতিতে উটের গলায় জবাই করা, কুরবানী করা ১০১:২
نَحْسٌ جل نُحُوْسٌ؛ نَحِسَاتٌ و <نحس نَحِسَةٌ অশুভ, দুর্ভাগ্য, অমঙ্গল, অহিতকর ৫৪:১৯
نُحَاسٌ অগ্নিশিখা, শিখা, স্ফুলিঙ্গ, ধূম, ধোঁয়া, ধুম্র, ধুম্রকুঞ্জ ৫৫:৩৫
نَحْلٌ اج <نحل মৌমাছি, মধুপোকা, মধুমক্ষিকা ১৬:৬৮
نِحْلَةٌ جل نِحَلٌ খুশি মনে দেওয়া, নিঃস্বার্থদান স্বরূপ ৪:৪
نَحْنُ <نحن আমরা, মোরা ২:১১
نَخِرَةٌ جل نَوَاخِرُ <نخر পুরাতন গলিত হাড্ডি, প্রাচীন হাড্ডি, পচা, চূর্ণবিচূর্ণ, ঝুরঝুরে ৭৯:১১
نَخْلٌ مث نَخْلَةٌ ج نَخِيلٌ <نخل খেজুর গাছ, খেজুর, খর্জুর, খুর্মা, ছোহারা ৬:৯৯
أَندَادٌ و نِدٌّ <ندد শরিক, সমতুল্য, সমকক্ষ, মতো, মতোন ২:২২
نَادِمٌ <ندم অনুতপ্ত, অনুশোচনাকারী, মর্মাহত, মুহ্যমান, পরিতপ্ত, ম্রয়িমাণ ৫:৩১
نَدَامَةٌ অনুতাপ, অনুশোচনা, মর্মবেদনা, পরিতাপ ১০:৫৪
نَادَى، نِدَاءٌ <ندي আহ্বান করা, সম্বোধন করা, ডাকা, তলব করা, ঘোষণা করা, আওয়াজ দেওয়া ১৯:৩
تَنَادَى، التَّنَادُ ডাকাডাকি করা, একে অপরকে ডেকে বলা, পরস্পরে সম্বোধন করা, ৬৮:২১