عَبَأَ [ف] <عبأ পরোয়া করা, ধার ধারা, তুয়াক্কা করা ২৫:৭৭
عَبَثَ [ف]، عَبَثًا <عبث অনর্থ করা, অনর্থক কাজে লিপ্ত থাকা, খেল-তামাশা করা, খেলাধুলা করা ৩৬:১২৮
عَبَدَ [ن]، عِبَادَةٌ <عبد দাসত্ব করা, উপাস্য বানানো, ইবাদত করা, উপাসনা করা, বন্দেগি করা, গোলামি করা, আরাধনা করা, পূঁজা করা ১:৫
عَبَّدَ দাস বানানো, গোলাম বানানো, ভৃত্য বানানো ২৫:২২
عَبْدٌ ج عِبَادٌ، عَبِيدٌ দাস, বান্দা, গোলাম, ভৃত্য ৮:৪১
عَابِدٌ আবেদ, উপাসক, ইবাদতকারী, ইবাদতগুজার ১১৯:৩
عَبَرَ [ن] <عبر উক্তি জানা, ইবারত জানা, ব্যাখ্যাবিশারদ হওয়া, তত্ত্বজ্ঞ হওয়া, তত্ত্বজ্ঞানী হওয়া ১২:৪৩
اعْتَبَرَ বিবেচনা করা প্রাজ্ঞতা অর্জন করা, তত্ত্বজ্ঞান অর্জন করা, উপদেশ গ্রহণ করা ৫৯:২
عَابِرٌ পথচারী, পথিক, পর্যটক, মুসাফির ৪:৪৩
عِبْرَةٌ جل عِبْرٌ তত্ত্বজ্ঞান, প্রাজ্ঞতা, উপদেশ, নসীহত, দুরদর্শিতা, শিক্ষা ৩:১৩
عَبَسَ [ض] <عبس ভ্রুকুঞ্চন করা, ভ্রুকুটি করা, বাঁকাচোখে তাকানো, মুখ মলিন করা, কঠোর হওয়া ৭৪:২২
عَبُوسٌ ص ভ্রুকুটিপূর্ণ, বাঁকাচোখ, মলিনকারী, কঠোর, ভয়ংকর ৭৬:১০
عَبْقَرِيٌّ اج <عبقر রেশমী কোলবালিশ, জান্নাতের রেশমীচাদর, মূল্যবান বিছানা ৫৫:৭৬
اسْتَعْتَبَ <عتب প্রত্যাবর্তন কামনা করা, তওবা কামনা করা, তওবা করতে চাওয়া, আপত্তি করা, ওজর গ্রহণ করা, অনুমতি চাওয়া, অনুগ্রহ চাওয়া ৪১:২৪
مُعْتَبٌ তওবা কবুলকৃত, অনুগ্রহপ্রাপ্ত, পাপশুদ্ধ, সন্তুষ্ট ৪১:২৪
أَعْتَدَ <عتد প্রস্তুত করা, প্রস্তুত রাখা, তৈরি করা
عَتِيدٌ مف প্রস্তুত, উপস্থিত, স্থাপিত ৫০:১৮
عَتِيقٌ مف <عتق প্রাচীন, স্বাধীন, আজাদ, মুক্ত, নিরাপদ ২২:২৯
البيت الْعَتِيقপ্রাচীন গৃহ, কাবা শরীফ ২২:২৯
عَتَلَ [ض] <عتل নিপতিত করা, ভূপাতিত করা, নামানো, নীচে ফেলা, গহ্বরে নিক্ষেপ করা ৪৪:৪৭
عُتُلٌّ ص নিপতিত, সংকীর্ণমনা, ইতর, নীচ, হীন, অনুদার, অত্যাচারী, পেটুক ৬৮:১৩
عَتَى [ن]، عُتُوًّا <عتو বাড়াবাড়ি করা, ধৃষ্টতা প্রদর্শন করা, বিদ্রোহ করা, অবাধ্য হওয়া ২৫:২১
عِتِيًّا বাড়াবাড়ি, ধৃষ্টতা, চরম, প্রচণ্ডতা, মাত্রাধিক্য, অতিমাত্রা ১৯:৮
عَاتِيَةٌ অবাধ্য, প্রচণ্ড, বিদ্রোহী, অশিষ্ট ৭৯:৬
عَثَرَ [ف]، أَعْثَرَ <عثر অবহিত করা, জ্ঞাত করা, অবগত করা, প্রকাশ করা, প্রকাশিত করা, ফাস করা ৫:১০৭
عَثَى [ض] <عثو গোলযোগ সৃষ্টি করা, ফেৎনা ছড়ানো, বিপর্যয় সৃষ্টি করা ২:৬০
عَجِبَ [س] <عجب অবাক হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্য হওয়া, চমক লাগা ৭:৬৯
أَعْجَبَ অবাক করা, বিস্মিত করা, চমক লাগানো, তাক লাগানো, চমকে দেওয়া, চমৎকৃত করা, সন্তুষ্ট করা, খুশি করা ২:২২১
عُجَابٌ، عَجِيبٌ ام؛ عَجَبٌ مص বিস্ময়কর, আশ্চর্যজনক, চমকপ্রদ, অবাক করা, তাজ্জব ৩৮:৫
عَجَزَ [ض] <عجز অক্ষম হওয়া, অসমর্থ হওয়া, দুর্বল হওয়া, অপারগ হওয়া ৫:৩১
أَعْجَزَ অক্ষম করে দেওয়া, অপারগ করা, পরাজিত করা, জয়লাভ করা, দমন করা, পরাভূত করা, পরাস্ত করা, পরাহত করা, দুর্বল করা ৮:৫৯
مُعَاجِزٌ অক্ষমকামী, অক্ষম, পরাজিত, অপারগ, পরাভূত, দুর্বল, সামর্থহীনবস্থা ২২:৫১
مُعْجِزٌ অক্ষমকারী, পরাজিতকারী, অপরাজেয়, অদম্য, দিগি¦জয়ী, বিশ্বজয়ী, বিশ্ববিজয়ী, দুর্বলকারী, অক্ষমকামী ৯:২
عَجُوزٌ جل عَجَائِزُ অকর্মণ্য অক্ষম বৃদ্ধা, বয়স্কা নারী, বৃদ্ধা রমণী, বুড়ি ১১:৭২
أَعْجَازٌ و عِجْزٌ গাছের গুঁড়ি, কাণ্ড ৫৪:২০
عِجَافٌ و عَجْفَاءُ <عجف শীর্ণকায়, দুর্বল, কৃশকায়, রোগাটে, ছোটখাটো ১২:৪৩
عَجِلَ [س]، تَعَجَّلَ <عجل তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা, দৌড়নো, ছুটে আসা, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, ক্ষিপ্র করা, শীঘ্র করা, জলদি করা ২০:৮৪
عَجَّلَ তাড়াতাড়ি দেওয়া, জলদি দেওয়া, দ্রুত দেওয়া ১৮:৫৮
أَعْجَلَ তাড়াহুড়া করানো, তরা করতে বলা, দ্রুত করতে বলা, অগ্রগামী করা, শীঘ্রগামী করা, আশুগামী করা, দ্রুতধাবিত করা ২০:৮৩
اسْتَعْجَلَ، اسْتِعْجَالٌ ত্বরা কামনা করা, শীঘ্রতা কামনা করা, ক্ষিপ্রকামী বানানো, দ্রুততা চাওয়া, দ্রুতি প্রার্থনা করা ৪৬:২৪
عَاجِلَةٌ ক্ষিপ্র জগত, পৃথিবী, দুনিয়া, ইহজগত, তরাশীল ১৭:১৮
عَجَلٌ، عَجُولٌ ام ত্বরাপ্রবণ, তরাশীল, অতিশয় ক্ষিপ্র, শীঘ্রকারী, ক্ষিপ্রকারী, চটপটে ২১:৩৭
عِجْلٌ جل عِجَالٌ গরুর বাছুর, গোবৎস ২:৫১
الأَعْجَمُ <عجم আজমী, অনারবী মানুষ ২৬:১৯৮
أَعْجَمِيٌّ আজমী, অনারব, অনারবী ভাষা ১৬:১০৩
عَدَّ [ن]، عَدًّا <عدد গণ্য করা, গোনা, হিসাব করা, সংখ্যা নিরূপণ করা ১৯:৯৪
عَدَّدَ গুনে রাখা, গুনে গুনে রাখা, কৃপণতা করা ১০৪:২
أَعَدَّ প্রস্তুত করা, তৈরি করা, প্রস্তুতি নেওয়া ২:২৪
اعْتَدَّ গণনা করা, গুনে পূর্ণ করা, পরিসংখ্যান করা ৩৩:৪৯
عَادٌّ গণনাকারী, হিসাবী, হিসাবকারী ২৩:১১৩