ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হিসনুল মুসলিম চলাচল, সফর [ভ্রমন] ড. সাঈদ ইব্ন আলী ইব্ন ওয়াহফ আল-ক্বাহত্বানী
১০২. সফরে চলার সময় তাকবীর ও তাসবীহ
২১৪- ‘জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “আমরা যখন উঁচুতে আরোহণ করতাম তখন ‘আল্লাহু আকবার’ বলতাম, আর যখন নীচের দিকে নামতাম তখন ‘সুবহানাল্লাহ’ বলতাম।”[1]
[1] বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/১৩৫, নং ২৯৯৩।