وَفَّى، أَوْفَى <وفي পূর্ণ করা
تَوَفَّى জীবনকাল পূর্ণ করে দেওয়া, মৃত্যু দেওয়া
اسْتَوْفَى পূর্ণ করে নেওয়া
أَوْفَى পূর্ণতম, অধিক পূর্ণকারী
مُوْفِيٌ পূর্ণকারী
مُوَفِّيٌ পরিপূর্ণ দানকারী
مُتَوَفِّيٌ পূর্ণ হায়াত দানকারী, জীবনকালের পূর্ণতাদাতা
وَقَبَ [ض] <وقب অন্ধকার আচ্ছন্ন করা
وَقَّتَ، أُقِّتَت <وقت সময় ধার্য করা
وَقْتٌ جل أَوْقَاتٌ সময়, কাল
مِيْقَاتٌ ج مَوَاقِيْتُ নির্ধারিত সময় বা স্থান
مَوْقُوْتٌ নির্ধারিত সময়
أَوْقَدَ، اسْتَوْقَدَ <وقد আগুন জ্বালানো
وَقُوْدٌ مص জ্বালানি, ইন্ধন, খড়ি
مُوْقَدَةٌ প্রজ্বলিত, দাহ্যমান
مَوْقُوذَةٌ <وقذ প্রহারে নিহত
وَقَّرَ <وقر সম্মান করা
وَقَارٌ মর্যাদা, সম্মান, গাম্ভীর্য
وَقْرٌ جل وُقُوْرٌ বধিরতা, শ্রুতিহীনতা
وِقْرٌ جل أَوْقَارٌ ভার, ভারি বোঝা
وَقَعَ [ف]، وَقْعَةٌ <وقع ঘটা, পতিত হওয়া
أَوْقَعَ সংঘটিত করা
وَاقِعٌ مث وَاقِعَةٌ ঘটমান, সম্ভাব্য
مَوَاقِعُ و مَوْقِعٌ পতনস্থল, অস্তাচল
مُوَاقِعٌ পতনশীল, পতনোন্মুখ
وَقَفَ [ض] <وقف দাড় করানো, থামানো
مَوْقُوفٌ দণ্ডায়মান
وَقَى [ض] <وقي রক্ষা করা, মুক্ত করা
اتَّقَى বাঁচা, পাপ পরিহার করা
وَاقٍ রক্ষাকারী, রক্ষক
تَقِيٌّ جل أَتْقِيَاءُ মুত্তাকী, ধর্মপরায়ণ
أَتْقَى সর্বাধিক আল্লাহভীরু
تُقَاةٌ، التَّقْوَى তাকওয়া
الْمُتَّقِي মুত্তাকী, আল্লাহভীরু
تَوَكَّأُ، اتَّكَأَ <وكأ হেলান দেওয়া
مُتَّكِئٌ গদিনশীন, উপবিষ্ট
مُتَّكَأٌ আরাম কেদারা
تَوْكِيدٌ <وكد মজবুত করা
وَكَزَ [ض] <وكز থাপ্পড় মারা, ঘুষি মারা
وَكَّلَ <وكل উকিল নিয়োগ করা
تَوَكَّلَ তাওয়াক্কুল করা
وَكِيْلٌ جل وُكَلَاءُ উকিল, কর্মবিধায়ক
مُتَوَكِّلٌ নির্ভরকারী
وَلَجَ [ض] <ولج প্রবেশ করা
أَوْلَجَ অনুপ্রবেশ করানো
وَلِيْجَةٌ অন্তরঙ্গ বন্ধু
وَلَدَ [ض] <ولد জন্ম দেওয়া
وَلَدٌ ج أَوْلاَدٌ সন্তান, বংশধর
وَلِيدٌ ج وِلْدَانٌ সন্তান, কুমার
وَالِدٌ পিতা, জনক
وَالِدَةٌ ج وَالِدَاتٌ মা, প্রসূতি
وَالِدَيْنِ পিতামাতা
مَوْلُودٌ সন্তান, নবজাতক
مَوْلُود لَه যার সন্তান, পিতা
وَلَى [ض] <ولي নিকটে থাকা
وَلَّى ফিরে যাওয়া, ফিরানো, পিছু হটা
تَوَلَّى ফিরা, বিমুখ হওয়া, পিছু হটা, বন্ধু বানানো
وَالٍ، وَلِيٌّ ج أَوْلِيَاءُ রক্ষক, ওলী, প্রভু, বন্ধু, নৈকট্যপ্রাপ্ত, অভিভাবক, সাহায্যকারী
مُوَلِّيٌ অভিমুখী, মুখকারী
وَلاَيَةٌ রক্ষণাবেক্ষণ, অধিকার
أَوْلَى নিকটতম, শ্রেষ্ঠতর, অকল্যাণ, অমঙ্গল
الْمَوْلَى جل مَوَالِيُ নৈকট্যদাতা, মাওলা, প্রভু, মুনিব, অভিভাবক, বন্ধু
مَوَالِيُ و مَوْلَى ওয়ারিসগণ, চাচাত ভাই, বন্ধু বান্ধব
وَنَى [ض] <وني অলসতা করা
وَهَبَ [ف، ض] <وهب দেওয়া, উৎসর্গ করা
الْوَهَّابُ ام অত্যাধিক দানকারী
وَهَّاجٌ ام <وهج আলোক বিকীর্ণকারী, আলোকবিচ্ছুরক, জ্যোতির্ময়
وَهَنَ [ض]، وَهْنًا <وهن কষ্ট করা, ভেঙে পড়া, দুর্বল হওয়া
أَوْهَنُ দুর্বলতম
مُوْهِنٌ দুর্বলকারী
وَاهِيَةٌ <وهي দুর্বল, চূর্ণ বিচূর্ণ, বিদীর্ণ
وَيْكَأَنَّ <وي+ك+انّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক!
وَيْلٌ <ويل ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক!, দোযখের নাম
أَوْلَى ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক!
يَاوَيْلَتَى হায় আমার ধ্বংস!, হায় দুর্ভাগ্য!, হায় কপাল!