يَوم التَّنَادِ ডাকাডাকির দিন, সম্বোধন দিবস, কিয়ামত দিবস, আর্তনাদ দিবস ৪০:৩২
نَادِيٌ সম্বোধনসভা, পরামর্শসভা, সভা, মজলিস, সভাসদ ২৯:২৯
نَدِيٌّ جل أَنْدِيَةٌ সভা, মজলিস, এজলাস ১৯:৭৩
مُنَادٍ সম্বোধনকারী, আহ্বানকারী, আহ্বায়ক, ঘোষক, ঘোষণাকারী ৫০:৪১
نَذَرَ [ن، ض] <نذر মানত করা, মানত মানা, উৎসর্গের শপথ করা, নিবেদন করা ২:২৭০
أَنذَرَ، نُذْرٌ، نُذُرٌ সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুশিয়ারি উচ্চারণ করা ৩:৩৫
نَذْرٌ ج نُذُورٌ মানত, উৎসর্গ, নিবেদন ২:২৭০
مُنذِرٌ، نَذِيرٌ ج نُذُرٌ সতর্ককারী, সাবধানকারী, ভীতিপ্রদর্শক ৫৩:৫৬
مُنذَرٌ ভিতি প্রদর্শিত, সতর্কীকৃত, হুশিয়ার, বিভীষিত ১০:৭৩
نَزَعَ [ض] <نزع টেনে বের করা, টানা, কেড়ে নেওয়া ৩:২৬
نَازَعَ، تَنَازَعَ টানাটানি করা, পরস্পরে কথা টানাটানি করা, হুড়োহুড়ি করা, ঝগড়া করা, বিবাদ করা, বাকবিতণ্ডা করা, তর্কাতর্কি করা ৪:৫৯
النَّازِعَاتِ টেনেহিঁচড়ে প্রাণ সংহারকারী ফেরেশতা, প্রাণ সংহারকারী ৭৯:১
نَزَّاعَةٌ যে আগুন চামড়া তুলে ফেলবে, চামড়া উৎপাটক অগ্নি, চর্মোৎক্ষেপক শাস্তি ৭০:১৬
نَزَغَ [ف]، نَزْغٌ <نزغ উসকানি দেওয়া, প্ররোচনা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, উসকে দেওয়া, কলহ-বিবাদ সৃষ্টি করা ৭:২০০
أَنْزَفَ <نزف মাতাল হওয়া, নেশাগ্রস্ত হওয়া, অর্ধজ্ঞান হওয়া, পাগলপ্রায় হওয়া ৩৭:৪৭
نَزَلَ [ض]، مُنزَلاً، تَنَزَّلَ <نزل নাজিল হওয়া, অবতরণ করা, নেমে আসা, অবতীর্ণ হওয়া, পড়ে যাওয়া, পতিত হওয়া, পাত হওয়া ২৩:২৯
أَنزَلَ নাজিল করা, অবতারণ করা, একবারে নাজিল করা, অবতীর্ণ করা, নামিয়ে আনা, পাড়া, পতিত করা, পাত করা ১৮:১
نَزَّلَ، تَنزِيلاً বারে বারে নাজিল করা, ক্রমান্বয়ে নাজিল করা, অবতীর্ণ করা ৭৬:২৩
نُزُلٌ আপ্যায়ন, আতিথেয়তা, আদরযত্ন, সমাদর, আতিথ্য, মেহমানদারি, অতিথির খাবার ৩২:১৯
نَزْلَةٌ একবার অবতরণ ৫৩:১৩
مَنَازِلُ و مَنْزِلٌ অবতরণস্থল, কক্ষপথসমুহ, মঞ্জিল ১০:৫
مُنَزِّلٌ ক্রমান্বয়ে অবতীর্ণকারী, নাজিলকারী ৫:১১৫
مُنْزِلٌ একত্রে অবতীর্ণকারী, নাজিলকারী, অবতারক ২৯:৩৪
مُنَزَّلٌ، مُنْزَلٌ নাজিলকৃত, অবতীর্ণ, অবতরণস্থল ৩:১২৪
النَّسِيءُ <نسأ মাস গননা পিছিয়ে দেওয়া, তারিখ পিছিয়ে দেওয়া ৯:৩৭
مِنسَأَةٌ লাঠি, যষ্ঠি ৩৪:১৪
نَسَبٌ ج أَنسَابٌ <نسب বংশগত আত্মীয়তা, রক্তের সম্বন্ধ, বংশ পরিচিতি, বংশ ২৫:৫৪
نَسَخَ [ف] <نسخ মানসুখ করা, মুছে ফেলা, রহিত করা, তিরোহিত করা, লোপ করা, প্রত্যাহার করা, বাতিল করা, বিলুপ্ত করা, মিটিয়ে দেওয়া, অকার্যকর করা, বিলোপ সাধন করা ২:১০৬
اسْتَنْسَخَ অনুলিপি করা, কপি করা, কপি তৈরি করা, লিখা, লিখানো, লিপিবদ্ধ করা ৪৫:২৯
نُسْخَةٌ جل نُسَخٌ অনুলিপি, প্রতিলিপি, কপি, নুসখা ৭:১৫৪
نَسْرٌ <نسر নসর: দেবতা, প্রতিমূর্তি ৭১:২৩
نَسَفَ [ض]، نَسْفًا <نسف উড়ানো, উড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে উড়িয়ে দেওয়া ২০:৯৭
نَاسِكٌ <نسك বিধান পালনকারী ২২:৬৭
نُسُكٌ مص বিধানাবলি, কুরবানী, হজ্জ ২:১৯৬
مَنسَكٌ ج مَنَاسِكُ বিধান, পালনীয় বিধানাবলি, ইবাদতের বিধান, ইবাদতপদ্ধতি, হজের বিধান, কুরবানীর বিধান, পশু জাবায়ের বিধান ২২:৩৪
نَسَلَ [ض] <نسل বের হয়ে পড়া, বেরিয়ে পড়া, দৌড়ে আসা, নিথরক্ষিপ্রতায় চলা, অকম্পগতিতে আসা, অতিক্ষিপ্রবেগে পিছলে নামা, পিছলে পড়া ২১:৯৬
نَسْلٌ جل أَنْسَالٌ ভবিষ্যৎ বংশধর, সন্তান সন্ততি, নাতিপুতি ৩২:৮
نِسَاءٌ، نِسْوَةٌ و إِمْرَأَةٌ <نسو নারী জাতি, স্ত্রীলোক, মহিলা, রমণি ১২:৩০
نَسِيَ [س] <نسي ভোলা, ভুলে যাওয়া, মনে না থাকা, স্মরণ না থাকা, বিস্মৃত হওয়া ১৮:৫৭
أَنْسَى ভোলানো, ভুলিয়ে দেওয়া, মন থেকে মুছে দেওয়া, বিস্মৃত করা ১৮:৬৩
نَسْيٌ، مَنْسِيٌّ বিস্মৃত, ভোলা, অবিদিত, নাজানা, অজানা, স্মৃতিভ্রষ্ট ১৯:২৩
نَسْيًا مَنْسِيًّا একেবারে বিস্মৃত, আত্মবিস্মৃত, বিস্মৃত-অবিদিত ১৯:২৩
نَسِيٌّ ص আত্মভোলা, ভুলো, বেখেয়াল, খেয়ালহীন, স্মরণহীন ১৯:৬৪
نَشَّأَ <نشأ তিলেতিলে বড় করা, বাড়িয়ে তোলা, রচিত করা, প্রতিপালন করা, লালনপালন করা, বড় করা, প্রতিপালিত হওয়া ৪৩:১৮
أَنْشَأ، إِنْشَاءً রচনা করা, সৃষ্টি করা, সৃজন করা, তৈরি করা, পয়দা করা, গঠন করা, গড়ে তোলা ৫৬:৩৫
نَاشِئَةٌ সৃজনশীল সময়, সৃষ্টিশীল সময়, গঠনমূলক সময়, রাতের প্রহর, রাত্রিবেলা, রাতের নবাগত সময়, তাহাজ্জুদ পড়া ৭৩:৬
نَشْأَةٌ সৃষ্টি, সৃজন, সৃষ্টি করা, তৈয়ার, রচনা ২৯:২০
مُنْشِئٌ রচনাকারী, সৃষ্টিকারী, তৈরিকারক, স্রষ্টা, সৃষ্টিকর্তা ৫৬:৭২
الْمُنْشَآتُ রচিত, সৃজিত, নির্মিত, উচ্চ পাল তোলা নৌকা, সমুদ্রযান, জাহাজ, অর্ণবযান ৫৫:২৪