مَارِدٌ، مَرِيدٌ বড়াইকারী, অবাধ্য, বিদ্রোহী, মাথা উঁচু, অশিষ্ট, দুষ্ট, দাম্ভিক, উদ্ধত, অভিমানী ৩৭:৭
مُمَرَّدٌ গৌরবময় ভবন, সুউচ্চ অট্টালিকা, উন্নতভবন, বড়ায়ের প্রাসাদ ২৭:৪৪
مَرَّ [ن]، مَرًّا <مرر অতিক্রম করা, চলা, চলাচল করা, চলাফেরা করা, গমন করা, অতীত হওয়া, যাওয়া, প্রস্থান করা ২৭:৮৮
مُسْتَمِرٌّ চলমান, অব্যাহত, অবিরাম, চিরাচরিত, নিরবচ্ছিন্ন, স্থায়ী, বিরামহীন, আবহমান ৫৪:২
أَمَرُّ অতিকড়া, তিক্ততর, তিতা, চলন্ত, গতিশীল, দীর্ঘস্থায়ী, চিরবিষাদময়, বেদনাদায়ক, মর্মঘাতী ৫৪:৪৬
مَرَّةٌ ج مَرَّاتٌ বার, দফা, কিস্তি, পর্ব, একবার, বহুবার, বারংবার ২৪:৫৮
مِرَّةٌ جل مِرَرٌ শক্তি, ক্ষমতা, বল, দৃঢ়তা ৫৩:৬
ذُوْ مِرَّةٍ শক্তিশালী, বলবান, ক্ষমতাবান, বলিয়ান ৫৩:৬
مَرِضَ [س] <مرض অসুস্থ হওয়া, রোগাক্রান্ত হওয়া, পীড়িত হওয়া, ব্যাধিগ্রস্ত হওয়া ২৬:৮০
مَرَضٌ جل أَمْرَاضٌ রোগ, ব্যাধি, অসুস্থতা, পীড়া, অসুস্থতা, অসুখ ২:১০
مَرِيضٌ ج مَرْضَى অসুস্থ, রোগী, পীড়িত, রুগণ, রোগা, রোগার্ত, আর্ত ৫:৬
الْمَرْوَةَ <مرو মারওয়া: কাবার নিকটবর্তী একটি পাহাড় ২:১৫৮
مَارَى، مِرَاءً، تَمَارَى، امْتَرَى <مري তর্ক করা, তর্কবিতর্ক করা, সংলাপ করা, কথা কাটাকাটি করা, বিতণ্ডা করা, বাদানুবাদ করা, ঝগড়া করা, সন্দেহ করা, সন্দেহ করে ঝগড়া করা, সন্দিহান হওয়া, কলহ করা, বিবাদ করা ১৮:২২
مُمْتَرِيٌ তর্ককারী, তার্কিক, বিতর্ককারী, সন্দেহকারী, সন্দিহান, সন্দিগ্ধ, সন্দেহপ্রবণ, সংশয়াকুল, খুঁতখুঁতে, দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, ঝগড়াকারী, বিবাদকারী, বিসংবাদী ২:১৪৭
مِرْيَةٌ جل مَرَايَا তর্ক, সন্দেহ, দিধা, সংশয়, খুঁতখুঁতানি, বিসংবাদ ১১:১৭
مَرْيَمُ <مرم মারইয়াম আলাইহিস সালাম, মরিয়ম, মেরী ২:৮৭
مِزَاجٌ جل أَمْزِجَةٌ <مزج মিক্সচার, মিশ্রণ, মিশ্রিত দ্রব্য, সংমিশ্রণ ৭৬:৫
مَزَّقَ، مُمَزَّقٌ <مزق খণ্ডখণ্ড করা, খণ্ডবিখণ্ড করা, কুচিকুচি করা, কুটিকুটি করা, টুকরো টুকরো করা, ছিন্নভিন্ন করা, ছিন্নবিচ্ছিন্ন করা, ঝুরিঝুরি করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়ো করা, পাউডার করা ৩৪:৭
مُزْنٌ و مُزْنَةٌ <مزن মেঘ, সাদামেঘ, বৃষ্টিভরা মেঘ ৫৬:৬৯
مَسَحَ [ف]، مَسْحًا <مسح মোছা, পোঁছা, হাত বুলানো, মুছে ফেলা, পশু জবায়ের সময় গলায় হাত বুলানো, জবাই করা, বধ করা, কর্তন করা, আঘাত করা ৩৮:৩৩
الْمَسِيحُ ঈসা আলাইহিস সালাম ৩:৪৫
مَسَخَ [ف] <مسخ বিকৃত করা, আকৃতি বীভৎস করা, বিশ্রী বানানো, কুৎসিত করে দেওয়া, বিদঘুটে করা, কদাকার বানানো, রূপান্তর করা ৩৬:৬৭
مَسَدٌ جل أَمْسَادٌ <مسد খেজুরের বাকলের রশি, যে কোন রশি, দড়ি, শিকল ১১১:৫
مَسَّ [س]، مَسٌّ <مسس স্পর্শ করা, টাচ করা, ছোঁয়া, ঘেঁষা, লাগা, সংস্পর্শ করা, অঙ্গস্পর্শ করা, অনুভব করা, অনুভুতি, মজা ৫৪:৪৮
تَمَاسَّ শৃঙ্গার করা, কামকলা করা, মাখামাখি করা, মলামলি করা, ডলাডলি করা, সহবাস করা, রতিক্রিয়া করা, সঙ্গম করা ৫৮:৩
مِسَاسٌ مص স্পর্শ করা, গা ঘেঁষা, সংস্পর্শে যাওয়া ২০:৯৭
لَا مِسَاسَ স্পর্শ নয়, অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না, সংস্পর্শ নয় ২০:৯৭
أَمْسَكَ، إِمْسَاكٌ، مَسَّكَ، <مسك اسْتَمْسَكَ আটকে রাখা, আবদ্ধ রাখা, ধরে রাখা, ধারণ করা, আকড়ে ধরা, কাউকে না দেওয়া, বিরত রাখা ২:২২৯
مُمْسِكٌ، مُمْسِكَةٌ، مُسْتَمْسِكٌ আটককারী, আবদ্ধকারী, ধারক, ধারণকারী, বাধাদাতা, প্রতিবন্ধক, বিরতকারী ৩৫:২
مِسْكٌ و مِسْكَةٌ মেশক, কস্তুরী, মৃগনাভি, আম্বর, সুগন্ধি ৮৩:২৬
أَمْسَا <مسو সন্ধ্যা করা, সাঁঝবেলা ঘরে ফেরা, গোধূলি বরণ করা ৩০:১৭
أَمْشَاجٌ و مَشْجٌ <مشج মিশ্রিত, নরনারীর সংমিশ্রিত বীর্য, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, রক্তমাংসের বিমিশ্রণ ৭৬:২
مَشَى [ض]، مَشْيٌ <مشي পায়ে হেঁটে চলা, পদব্রজে চলা, গমন করা, চলা, হাটা, যাওয়া, প্রস্থান, গমন, চলন ৩১:১৯
مَشَّاءٌ ام অধিক গমনকারী, ছিদ্রান্বেষী, নিন্দুক, পরচর্চাকারী ৬৮:১১
مِصْر جل أَمْصَارٌ <مصر মিসর: মিশরদেশ, শহর, নগর, গ্রাম, গুচ্ছগ্রাম, লোকালয় ২:৬২
مُضْغَةٌ <مضغ মাংসের টুকরা, মাংসপিণ্ড, মাংসপিণ্ড, মাংসখণ্ড ২২:৫
مَضَى [ض]، مُضِيًّا <مضي গমন করা, চলা, যাওয়া, হাটা, অতিক্রম করা, গমন, চলন, প্রস্থান ৩৬:৬৭
أَمْطَرَ <مطر বৃষ্টিপাত করা, বৃষ্টিবর্ষণ করা, বর্ষণ করা ৭:৮৪
مَطَرٌ جل أَمْطَارٌ বৃষ্টি, বর্ষা, বাদল, বর্ষণ, বারিধারা, জলধারা, অঝোরধারা ৭:৮৪
مُمْطِرٌ বর্ষণকারী, বর্ষণমুখর, বৃষ্টিদাতা, বৃষ্টিদানকারী ৪৬:২৪
تَمَطَّى <مطو অঙ্গভঙ্গি করে চলা, হাত দুলিয়ে চলা, গর্বভরে চলা ৭৫:৩৩
مَعَ সঙ্গ, সঙ্গে, সঙ্গে, সহ, সহকারে, একত্রে, একসঙ্গে, একযোগে, যৌথভাবে, সঙ্গে নিয়ে, সত্ত্বেও ২:৪৩