ق অনবহিত অর্থ ৫০:১
مَقْبُوحٌ <قبح কুৎসিত, বিশ্রী, কুশ্রী, কদাকার, বীভৎস ২৮:৪২
أَقْبَرَ <قبر কবর দেওয়া, সামাধি দেওয়া, সমাহিত করা, কবরস্থ করা, মাটি দেওয়া ৮০:২১
قَبْرٌ ج قُبُورٌ কবর, সমাধি, গোর ৯:৮৪
مَقَابِرُ و مَقْبَرَةٌ গোরস্থান, কবরস্থান, মাকবারা, সমাধিভূমি ১০২:২
اقْتَبَسَ <قبس আলো নেওয়া, আগুন নেওয়া, সংগ্রহ করা, পাওয়া ৫৭:১৩
قَبَسٌ جل أَقْبَاسٌ জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার, অগ্নিশিখা, আলাত, সংগৃহিত আগুন ২০:১০
قَبَضَ [ض]، قَبْضًا <قبض অধিকার করা, দখলে আনা, ধরা, ধারণ করা, কবজা করা, আয়ত্তে নেওয়া, হাতে নেওয়া, হস্তগত করা, করায়ত্ত করা, মুষ্ঠিবদ্ধ করা, থাবা দিয়ে ধরা, সংকুচিত করা ২০:৯৬
قَبْضَةٌ جل قَبْضَاتٌ একমুষ্ঠি, একমুঠো, একমুঠ, একখাবলা, করায়ত্ত ৩৯:৬৭
مَقْبُوضَةٌ অধিকৃত, করগত, হস্তগত, করায়ত্ত, কবজাযোগ্য, দখলযোগ্য ২:২৮৩
قَبِلَ [س]، قَبُولٌ، تَقَبَّلَ <قبل সামনাসামনি কবুল করা, গ্রহণ করা, মেনে নেওয়া ৩:৩৭
أَقْبَلَ সামনে আসা, সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, অভিমুখী হওয়া, অগ্রসর হওয়া ৩৭:২৭
قَابِلٌ সামনাসামনি কবুলকারী, গ্রহণকারী, গ্রাহ্যকারী, গ্রহিতা ৪০:৩
مُتَقَابِلٌ মুখোমুখী, সামনাসামনি ১৫:৪৭
مُسْتَقْبِلٌ আগমনকারী, আগন্তক, আগুয়ান, আগত, ভবিষ্যতের ৪৬:২৪
قِبْلَةٌ কিবলা, কা‘বা, বায়তুল্লাহ, কিবলাদিক ২:১৪৩
قَبِيلٌ جل قُبَلَاءُ؛ قَبَائِلُ و قَبِيْلَةٌ সামনে, সম্মুখে, সামনাসামনি, সাক্ষাতে, সঙ্গবদ্ধ, দলবদ্ধ, গোত্র, গোষ্ঠী, পরিবার, দল, জামাত, সৈন্য, অগ্রবর্তী বাহিনী ৭:২৭
قُبُلٌ সামনে, সম্মুখে, পরোভাগে, মুখোমুখী ১২:২৬
قِبَلٌ অভিমুখ, দিক, পক্ষ, সম্মুখগতি, মোকাবেলার শক্তি ২৭:৩৭
قَبْلُ সামনে, প্রাক, পূর্বে, আগে, ইতিপূর্বে ২:২৫
قَتَرَ [ن] <قتر ব্যয়কুণ্ঠ হওয়া, কৃপণতা করা, কার্পণ্য করা, সংকীর্ণমনা হওয়া, বিষণ্ন হওয়া ২৫:৬৭
قَتَرَةٌ ج قَتَرٌ ধূলা, মলিনতা, কুণ্ঠাভাব, বিষণ্নতা, সংকীর্ণভাব ১০:২৬
مُقْتِرٌ؛ قَتُورٌ ص কৃপণ, বখীল, কিপটে, কঞ্জুস, ব্যয়কুণ্ঠ, বিষণ্ন, সংকীর্ণমনা, দরিদ্র, নিঃস্ব, অভাবী, অস্বচ্ছল ২:২৩৬; ১৭:১০০
قَتَلَ [ن]، قَتْلٌ <قتل হত্যা করা, বধ করা, খুন করা, মেরে ফেলা, ধ্বংস করা ৫:৩৯
قَتَّلَ، تَقْتِيلاً টুকরা টুকরা করে হত্যা করা, কুটিয়ে হত্যা করা, কুরে কুরে মারা, কচুকাটা করা, গণনিধন করা ৭:১৪১
قَاتَلَ، قِتَالاً পরস্পরে হত্যা করা, যুদ্ধ বাঁধানো, যুদ্ধ লাগানো, যুদ্ধে জড়ানো, যুদ্ধ করা, লড়াই করা, জিহাদ করা, ধ্বংস করা ৩:১৪৬
اقْتَتَلَ খুনাখুনি করা, হানাহানি করা, মারামারি করা, লড়াই করা, আত্মকলহে লিপ্ত হওয়া, দ্বন্দ্বে লিপ্ত হওয়া ২:২৫৩
قَتْلَى و قَتِيْلٌ নিহত ব্যক্তি, হত ২:১৭৮
قِثَّاءٌ اج <قثأ শসা জাতীয় ফল, খিরাই, কাকড়ি ২:৬১
اقْتَحَمَ <قحم ঢুকে পড়া, প্রবেশ করা ৯০:১১
مُقْتَحِمٌ প্রবেশকারী, প্রবেশমান ৩৮:৫৯
قَدْ নিশ্চয়, অবশ্যই, এইমাত্র, ইতিমধ্যে, হয়তো, কখনও ২:৬০
قَدْحٌ مص <قدح প্রাণীর ক্ষুরের আঘাতে আগুন জ্বালানো, ক্ষুরাঘাতে অগ্নি প্রজ্বলন ১০০:২
قَدَّ [ن] <قدد ছিড়ে ফেলা, ছিন্ন করা, ফেড়ে ফেলা, বিচ্ছিন্ন করা ১২:২৫
قِدَدٌ و قِدَّةٌ ছিন্নমূল, বিভক্ত, বিভিন্ন ৭২:১১
قَدَرَ [ض] <قدر সম্মান করা, মর্যাদা দেওয়া, মূল্যায়ন করা, মাননির্ণয় করা, পরিমিত করা, নির্ধারিত করা, শাস্তি ধার্য করা, সংকীর্ণ করা, পারা, সক্ষম হওয়া, সক্ষমতা অর্জন করা, অধিকার প্রতিষ্ঠা করা ৬:৯১
قَدَّرَ، تَقْدِيرًا নির্ধারিত করা, ধার্য করা, পরিমিত করা, নিহিত রাখা, অনুমান করা, মনঃস্থির করা ২৫:২
قَدْرٌ جل أَقْدَارٌ সম্মান, মর্যাদা, মর্যাদাপূর্ণ, সম্মাননীয়, উপযুক্ত, যথার্থ, নির্ধারিত, পরিমিত, ধার্য ৬:৯১
قَادِرٌ সক্ষম, ক্ষমতাবান, ক্ষমতাশালী, প্রবল, পরাক্রমশালী, পরাক্রান্ত ৭৫:৪
قَدِيرٌ ص সর্বক্ষম, পরাক্রান্ত, শক্তিশালী, শক্তিমান ২:২০
قَدَرٌ جل أَقْدَارٌ؛ مِقْدَار পরিমাণ, নির্ধারিত, ধার্য ২০:৪০
مَقْدُورٌ মূল্যায়নযোগ্য, উপযুক্ত, নির্ধারিত, পরিমিত, ধার্যকৃত ৩৩:৩৮
مُقْتَدِرٌ শক্তিশালী, বিজয়ী, সক্ষম, সর্বসক্ষম, পরাক্রমশালী ৪৫:৫৫
قُدُورٌ و قِدْرٌ ডেগচী, ডেগ, বড় পাত্র ৩৪:১৩
قَدَّسَ <قدس পবিত্রতা ঘোষণা করা, নিষ্কলুষ ঘোষণা করা, ত্রুটিমুক্ত বলা ২:৩০
قُدُّوسٌ، مُقَدَّسٌ، مُقَدَّسَةٌ، قُدُسٌ পবিত্র ঘোষিত, নিষ্কলুষ, পবিত্র, পূত, পাক ২০:১২
رُوح الْقُدُسِ পবিত্রাত্মা, পবিত্রপ্রাণ, জিবরাঈল আলাইহিস সালামের উপাধি২:৮৭
قَدِمَ [س] <قدم আসা, আগমন করা, এসে পৌঁছা, এগিয়ে আসা, ফিরে আসা, পৌঁছা ২৫:২৩
قَدَمَ [ن] অগ্রগামী হওয়া, অগ্রণী হওয়া, আগে যাওয়া, অগ্রবর্তী হওয়া, পূর্ববর্তী হওয়া, পরিচালনা করা, সর্দারি করে নিয়ে যাওয়া ১১:৯৮