فَرِحٌ ج فَرِحُونَ উল্লাসী, আমোদী, মহাখুশি, আহ্লাদী, প্রফুল্ল, পুলকিত, মাতোয়ারা, হরষী ১১:১০
فَرْدٌ ج فُرَادَى <فرد একাকী, একক, একে একে ১৯:৮০
الْفِرْدَوْسُ <فردس ফিরদাউস: সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোত্তম জান্নাত ১৮:১০৭
فَرَّ [ض]، فِرَارًا <فرر পালানো, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া, পলায়নপর হওয়া, নিরুদ্দেশে যাওয়া, উধাও হওয়া, ধাবিত হওয়া, ছুটে যাওয়া, ছুটে আসা ৩৩:১৩
مَفَرٌّ পালাবার পথ বা স্থান ৭৫:১০
فَرَشَ [ن، ض] <فرش বিছানো, ছড়ানো, বিছিয়ে দেওয়া ৫১:৪৮
فَرْشٌ اج ছোট পশু, খর্বকায় প্রাণী, যে পশুর পশম দ্বারা গদি বানানো হয় ৬:১৪২
فِرَاشٌ ج فُرُشٌ বিছানা, তোষক, গদি, জাজিম, কোলবালিশ ২:২২
فَرَاشٌ و فَرَاشَةٌ বিক্ষিপ্ত প্রজাপতি, নিয়ন্ত্রণহারা প্রজাপতি, এলোমেলো পতঙ্গ ১০১:৪
فَرَضَ [ض] <فرض ফরজ করা, আবশ্যক করা, অবধারিত করা, অপরিহার্য করা, নির্ধারণ করা, ধার্য করা, সাব্যস্ত করা, কর্তব্য সাব্যস্ত করা ২:১৯৭
فَرِيضَةٌ جل فَرَائِضُ ফরজ, আবশ্যিক, আল্লাহর আদেশ, বিধান, অবধারিত মোহরানা, বধুপণ যা পরিশোধ করা ফরজ ৪:১১
مَفْرُوضٌ ফরজকৃত, ফরজ, আবশ্যিক, অবধারিত, নির্দিষ্ট, নির্ধারিত ৪:৭
فَارِضٌ কর্তব্য ধার্যকারী, বেশী বয়স্ক, বৃদ্ধ, পরিণত বয়সী, বর্ষিয়াণ ২:৬৮
فَرَطَ [ن]، فُرُطًا <فرط অতিরঞ্জিত করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, সীমা ছাড়ানো, চরমপন্থী হওয়া, উগ্র হওয়া, উতরানো ২০:৪৫
فَرَّطَ অতিছাড় দেওয়া, নরমানো, হালকা করা, মৃদু ভাবা, শিথিলতা করা, কাটছাঁট করা, হ্রাস করা, কমানো, লাঘব করা, ছাটাই করা, সংক্ষিপ্ত করা, বাদছাঁদ দেওয়া, সংকুচিত করা, সংকীর্ণ করা, কর্তব্যে ত্রুটি করা, কমানো, ঘাটতি দেখানো ৩৯:৫৬
مُفْرَطٌ চরমভাবে বিস্মৃত, একেবারে অগ্রবর্তী, নিপতিত ১৬:৬২
فَرْعٌ جل فُرُوْعٌ <فرع শাখা, প্রশাখা, অংশ, বিভাগ, ডালপালা ১৪:২৪
فِرْعَوْنُ جل فَرَاعِنَةٌ <فرعن ফিরাউন: মিশররাজের উপাধি, ফারাও ২:৪৯
فَرَغَ [ن] <فرغ ফারেগ হওয়া, অবসর হওয়া, শেষ করা ৯৪:৭
أَفْرَغَ ঢেলে দেওয়া, খালি করা, নিঃশেষ করা, পাত্র শুন্য করা, পূর্ণ করা ২:২৫০
فَارِغٌ শুন্যহৃদয়, অধৈর্য, অধীরা ২৮:১০
فَرَقَ [ن]، فَرْقًا، فَرَّقَ، فَارَقَ،<فرق فِرَاقٌ পৃথক পৃথক করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা, খণ্ডবিখণ্ড করা, বিদীর্ণ করা, ফেড়ে ফেলা, পার্থক্য করা, বিভক্ত করা, অনৈক্য সৃষ্টি করা, বিচ্ছেদ ঘটানো, বিতরণ করা, বণ্টন করা ২০:৯৪
فَرِقَ [س] বিচ্ছেদের আশঙ্কা করা, ভয় করা ৯:৫৬
تَفَرَّقَ، تَتَفَرَّقَ পৃথক হওয়া, আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, খণ্ডবিখণ্ড হওয়া, বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, পার্থক্য হওয়া, বিভক্ত হওয়া, অনৈক্য সৃষ্টি করা, বিচ্ছেদ ঘটা ৯৮:৪
فِرْقٌ جل فُرُوْقٌ ভিন্নাংশ, খণ্ড, টুকরা, অংশ ২৬:৬৩
فِرْقَةٌ جل فِرَقٌ؛ فَرِيقٌ جل أَفْرِقَةٌ ভিন্নদল, বিভাগ, সম্প্রদায়, জামাত, অংশ ৯:১২২
فُرْقَانٌ কুরআন, সত্য-মিথ্যা পৃথককারী, হক-বাতিল পৃথককারী গ্রন্থ, প্রমাণ, মুজিজা, মোজেজা, বদর যুদ্ধ ৮:৪১
الْفَارِقَاتُ পৃথককারী, পার্থক্যকারী, বিভক্তকারী, বিচ্ছিন্নকারী, বণ্টনকারী, বিতরণকারী ৭৭:৪
مُتَفَرِّقٌ বিভক্তমান, বিচ্ছিন্ন, বিভিন্ন, পৃথক পৃথক ১২:৩৯
فَارِهِينَ <فره সদর্পে, দর্পভরে, গর্বের সঙ্গে ২৬:১৪৯
افْتَرَى، افْتِرَاءً <فري মিথ্যা রচনা করা, মিথ্যা উদ্ভাবন করা, মনগড়া বানানো, জালিয়াতি করা, জাল করা, নকল করা, অপবাদ দেওয়া, মিথ্যা দোষারোপ করা ৬:২১
الْمُفْتَرِي মিথ্যা রচয়িতা, অপবাদদাতা, মিথ্যা উদ্ভাবক, জালিয়াতিকারী, জালকারী, নকলকারী ১৬:১০১
مُفْتَرًى মিথ্যা রচিত, কৃত্রিম, কল্পিত, জাল, উদ্ভাবিত ২৮:৩৬
فَرِيٌّ ص অপবাদযোগ্য, দোষারোপযোগ্য, মারাত্মক, অঘটনের বিষয়, অঘটন, অদ্ভূত ১৯:২৭
أَفْتَرَى সে কি মিথ্যা রচনা করেছে? ৩৪:৮
اسْتَفَزَّ <فزز উৎখাত করা, বিতাড়িত করা, পদস্খলন ঘটানো, বিচলিত করা, অস্থির করে তোলা, বহিষ্কার করা ১৭:৬৪
فَزِعَ [س] فَزَعٌ <فزع অস্থির হওয়া, হতভম্ব হওয়া, আতকে ওঠা, ভীত হওয়া, ভীতসন্ত্রস্ত হওয়া, ত্রস্ত হওয়া ২৭:৮৭
فَزَّعَ عَنْ অস্থিরতা দূর করা, ভীতি কাটানো ৩৪:২৩
فَزَعٌ جل أَفْزَاعٌ অস্থিরতা, ভীতি, ভয়, ত্রাস, আতঙ্ক ২১:১০৩
فَسَحَ [ف]، تَفَسَّحَ <فسح স্থান প্রশস্ত করা, বসতে দেওয়া, স্থান দেওয়া ৫৮:১১