عِندَ নিকটে, কাছে, সন্নিকটে, সময়ে, কালে, পার্শ্বে, চতুর্দিকে, চারদিকে ২:৫৪
عُنُقٌ ج أَعْنَاقٌ <عنق ঘাড়, গ্রীবা, গর্দান, গলা ১৭:১৩
عَنْكَبُوْتٌ جل عَنْكَبُوْتَاتٌ، عَنَاكِبُ <عنكب মাকড়শা, মর্কট, জালকীট, অষ্টপাদ, অষ্টাপদ ২৯:৪১
عَنَى [ن] <عنو বিনীত হওয়া, অবনত হওয়া, ঝোঁকা ২০:১১১
عِوَجٌ <عوج বক্রতা, অসরল, কুটিলতা, উঁচু-নীচু, বন্ধুর ৭:৪৫
عَادَ [ن] <عود ফিরা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, বিরত হওয়া, আবার করা, পুনর্বার করা, পুনরাবৃত্তি করা ৫:৯৫
أَعَادَ পুনরায় করা, ফিরিয়ে আনা, প্রত্যাহার করা, পুনরাবৃত্তি ঘটানো, পুনর্জীবনদান করা, পুনর্সৃষ্টি করা ১০:৪
عَائِدٌ প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনশীল ৪৪:১৫
مَعَادٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান ২৮:৮৫
عَادٌ হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ৭:৬৫
عِيدٌ جل أَعْيَادٌ ঈদ, উৎসব, আনন্দের দিন, যে দিবস বারবার আসে, পুনর্মিলন অনুষ্ঠান, পুনর্মিলনী ৫:১১৪
عَاذَ [ن]، مَعَاذٌ <عوذ আশ্রয় নেওয়া, শরণাপন্ন হওয়া, পানাহ নেওয়া ৪০:২৮
أَعَاذَ আশ্রয় দেওয়া, পানাহ দেওয়া, আশ্রয়দান করা, থাকতে দেওয়া ৩:৩৬
اسْتَعَاذَ আশ্রয় প্রার্থনা করা, পানাহ চাওয়া, শরণার্থী হওয়া, নির্ভরতা কামনা করা ৭:২০০
مَعَاذٌ আশ্রয়, পানাহ, শরণ, সহায়, ভরসা, নির্ভরতা, আশ্রয়স্থল ১২:২৩
عَوْرَةٌ ج عَوْرَاتٌ <عور গুপ্ত, গুপ্তাঙ্গ, গোপনীয়, পর্দা, পর্দাবৃত, পর্দোপযোগী, সুরক্ষাযোগ্য, প্রতিরক্ষাণির্ভর, রক্ষণীয়, অরক্ষিত ২৪:৩১
مُعَوِّقٌ <عوق প্রতিরোধকারী, বাধাদাতা ৩৩:১৮
عَالَ [ن] <عول পক্ষপাতিত্ব করা, পক্ষাবলম্বন করা, বেইনসাফি করা, অন্যায়ভাবে প্রাপ্যাধিক নেওয়া, পথচ্যুত হওয়া ৪:৩
عَامٌ جل أَعْوَامٌ <عوم বছর, বৎসর, সাল, অব্দ ২:২৫৯
أَعَانَ <عون সাহায্য করা, সহায়তা করা, মদদ করা, মদদ দেওয়া, দান করা, অনুদান দেওয়া, রিলিফ দেওয়া, ত্রাণ দেওয়া ২৫:৪
تَعَاوَنَ পরস্পরে সাহায্য করা, একে অপরকে সহায়তা করা, পরস্পরে সহযোগী হওয়া ৫:২
اسْتَعَانَ সহায়তা কামনা করা, সাহায্য প্রার্থনা করা, মদদ চাওয়া, অনুদান চাওয়া ১:৫
مُسْتَعَانٌ যাচ্য, যাচনীয়, সাহায্যকেন্দ্র, সাহায্যের আধার, ভরসাস্থল, সহায়স্থল, ভরসা ১২:১৮
عَوَانٌ جل عُوْنٌ কুমারী, মধ্যম বয়সী, মাঝামাঝি বয়সী ২:৬৮
عَهِدَ [س] <عهد অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, চুক্তিপত্র দেওয়া, প্রতিজ্ঞাপত্র দেওয়া, প্রতিশ্রুতি নেওয়া, তাগিদ দেওয়া, আদেশ দেওয়া, হুকুম করা, জোর দেওয়া, নির্দেশ দেওয়া ২:১২৫
عَاهَدَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, চুক্তিনামায় স্বাক্ষর করা, প্রতিশ্রুতি দেওয়া ৯:১
عَهْدٌ جل عُهُوْدٌ অঙ্গীকার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, চুক্তিপত্র, চুক্তি, আদেশ, দায়িত্ব ২:২৭
عِهْنٌ جل عُهُوْنٌ <عهن পশম, রঙিন পশম, উন, ধুনকারের উড়ন্ত তুলা ৭০:৯
عَابَ [ض] <عيب ত্রুটিপূর্ণ করা, নষ্ট করা, দোষাযুক্ত করা ১৮:৭৯
عِيرٌ جل عِيْرَاتٌ <عير কাফেলা, যাত্রীদল, ভ্রমণকারী, অভিযাত্রীদল ১২:৭০
عِيسَى <عيس ঈসা আলাইহিস সালাম ২:৮৭
عِيشَةٌ مص <عيش বিলাসী জীবন, সুখময় জীবন ৬৯:২১
مَعَاشٌ جل مَعَايِشُ জীবিকা উপার্জনকাল ৭৮:১১
مَعِيشَةٌ ج مَعَايِشُ জীবিকা, জীবনোপকরণ, জীবনসামগ্রী, আহার্য ২৮:৫৮
عَائِلٌ <عيل অভাবী, দরিদ্র, অভাবগ্রস্ত, নিঃস্ব, দুর্দশাগ্রস্ত, দুরাবস্থাপন্ন ৯৩:৮
عَيْلَةٌ مص অভাব, দারিদ্র, দরিদ্রতা, নিঃস্বতা, দুর্দশা, দুরাবস্থা ৯:২৮
عَيْنٌ ج عُيُونٌ <عين ঝরণা, প্রস্রবণ, নির্ঝর, নির্ঝরিণী, জলপ্রপাত, ফোয়ারা ৮৮:১২
أَعْيُنٌ و عَيْنٌ চোখ, আঁখি, নয়ন, চক্ষু, নেত্র, লোচন, দৃষ্টি ৫:৪৫
عِينٌ و عَيْنَاءُ আয়তলোচনা, ডাগর চক্ষুবিশিষ্ট হুর, কৃষ্ণকালো নয়নমণির অধিকারিণী, পটলচেরা চাহনী ৩৭:৪৮
مَعِينٌ ص মায়িন: জান্নাতের প্রবাহমাণ ঝরণা, প্রবাহমাণ পানি, ঝরণা, পানি, পবিত্র পানীয় ২৩:৫০
عَيِيَ يَعْيَى [س] <عيي অক্ষম হওয়া, অপারগ হওয়া, ক্লান্ত হওয়া ৫০:১৫