শরী‘আতের বিধান প্রযোজ্যদের (মুকাল্লাফ) হিসেবে শরী‘আত প্রণেতার (আল্লাহ ও তার রাসূল) বিধি-বিধান তিন প্রকার। সেগুলো হলো:

১- শুধু পুরুষদের জন্য প্রযোজ্য।

২- শুধু নারীদের জন্য প্রযোজ্য।

৩- নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য।

এ অধ্যয়ে শুধু নারীদের জন্য প্রযোজ্য কিছু গুরুত্বপূর্ণ মাসআলা (বিধান) আলোচনা করব । আর নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য অধিকাংশ বিধি-বিধান ইতোপূর্বে উল্লিখিত তিনপ্রকারে আলোচনা করা হয়েছে।

নারীদের জন্য প্রযোজ্য বিধানগুলো নিচে আলোচনা করা হলো: