নারী-পুরুষ পরস্পরকে রোগে সান্ত্বনা দিতে পারে
নারী-পুরুষ পরস্পরকে রোগে সান্ত্বনা দিতে পারে। অবশ্য বেগানা হলে পর্দা ও ফিতনা দূর হওয়ার শর্ত অবশ্যই পালন করতে হবে। আল্লাহর রাসুল (ﷺ) বেগানা মহিলা রোগীর সাথে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। (মুঅত্ত্বা ৫৩১নং) অনুরূপ মদীনায় হিজরতের পর সাহাবাগণ অসুস্থ হয়ে পড়লে মা আয়েশা সাহাবী বিলালের কাছে গিয়ে তাঁর কুশল জিজ্ঞাসা করেছিলেন।[1]
[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫৬৫৪, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৩৭৬