মুসাফাহাহ করার সময় সাথীর হাত ছাড়িয়ে না নেওয়া
মুসাফাহাহ করার সময় সাথীর হাত থেকে আপনি আগে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন না। কুশলাদি জিজ্ঞাসা করার সাথে লম্বা সময় ধরে হাতে হাত দিয়ে রাখুন। যখন সাথী হাত ছেড়ে দেবে, তখন আপনিও ছেড়ে দিন। রাসুল (ﷺ) এরূপই করতেন।[1] অবশ্য এই সুন্নাত পালন করতে আগ্রহী উভয়েই যদি হাত না ছাড়তে চায়, তাহলে সময় বেশী লম্বা হলে আপনি না ছাড়লে আর করবেনই বা কি?
[1]. তিরমিযী হা/২৪৯০, ইবনে ৩৭১৬, সিলসিলাহ সহীহাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/২৪৮৫