জিহাদ বা হজ্জ থেকে ফিরে এলে দু'আ
জিহাদ বা হজ্জ থেকে ফিরে এলে নিম্নের দু‘আ পড়বেন,
لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
অতঃপর সফর থেকে ফিরে আসার উপরোক্ত (আ-ইবূনা---) দু‘আটি পড়বেন। তারপর এই দু‘আটি যুক্ত করবেন,
صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
উচ্চারণঃ স্বাদাক্বাল্লা-হু অ’দাহ, অনাসারা আবদাহ, অহাযামাল আহযা-বা অহদাহ।
অর্থঃ আল্লাহ তাঁর অঙ্গীকার সত্য করেছেন, তিনি তাঁর দাসকে সাহায্য করেছেন এবং একাই দলসমূহকে পরাস্ত করেছেন।[1]
[1]. বুখারী ৭/১৬৩, মুসলিম২/৯৮০