কুরআন তিলাওয়াতের আগে অথবা পরে কুরআন তুলে চুম্বন করা, চোখে বুলানো অথবা কপালে লাগিয়ে সিজদা করা বৈধ নয়
যেহেতু আল্লাহর কালামের প্রতি ভক্তি ও তা’যীম প্রদর্শন এক প্রকার ইবাদত। আর ইবাদতের ঐ পদ্ধতি কুরআন-হাদীসে বর্ণিত হয়নি। অতএব তা বিদআত হতে পারে।
সঊদী আরবের উলামা কমিটি এক বাক্যে বলেন, ‘কুরআন কারীম চুম্বন বিধেয় হওয়ার ব্যাপারে কোন দলীল আমাদের জানা নেই। কুরআন অবতীর্ণ হয়েছে তিলাওয়াত করার জন্য, তা বুঝার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য।’[1]
[1]. ফাতাওয়াল লাজনাতিদ দায়েমাহ ৪/১২২