খুব মিষ্টি ও মধুর সুরে বিনয়-নম্রতার সাথে কুরআন পাঠ করুন
আল্লাহর রাসুল (ﷺ) কুরআন মধুর সুরে পাঠ করতে আদেশ করতেন; বলতেনঃزَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ‘‘তোমাদের (সুমিষ্ট) শব্দ দ্বারা কুরআনকে সৌন্দর্যমণ্ডিত কর। কারণ, মধুর শব্দ কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে।’’[1]
‘‘কুরআন পাঠে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ তার, যার কুরআন পাঠ করা শুনে মনে হয়, সে আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত।’’[2]
তিনি আরো বলেন, ‘‘সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে সুরেলা কণ্ঠে কুরআন পড়ে না।’’[3]
অবশ্য গানের মত অতিরঞ্জিতভাবে টান দিয়ে কুরআন পড়া বিদআত।[4]
[1]. বুখারী তা’লীক, আবূ দাঊদ হা/১৪৬৮, দারেমী, হাকেম
[2]. যুহ্দ, ইবনুল মুবারক, দারেমী, ত্বাবারানী, প্রমুখ, সিফাতু সালাতিন নাবী ১২৫ পৃঃ
[3]. আবূ দাঊদ হা/১৪৭১, ১৪৭৯, হাকেম
[4]. কিতাবুল আদাব ২৬পৃঃ
[2]. যুহ্দ, ইবনুল মুবারক, দারেমী, ত্বাবারানী, প্রমুখ, সিফাতু সালাতিন নাবী ১২৫ পৃঃ
[3]. আবূ দাঊদ হা/১৪৭১, ১৪৭৯, হাকেম
[4]. কিতাবুল আদাব ২৬পৃঃ