খাবার কম থাকলেও তাতে বরকত হবে। মহানবী (ﷺ) বলেন,
طَعَامُ الْوَاحِدِ يَكْفِى الاِثْنَيْنِ وَطَعَامُ الاِثْنَيْنِ يَكْفِى الأَرْبَعَةَ وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِى الثَّمَانِيَةَ
‘‘একজনের খাবার ২ জনের জন্য, ২ জনের খাবার ৪ জনের জন্য এবং ৪ জনের খাবার ৮ জনের জন্য যথেষ্ট।’’[1]
তিনি বলেন, ‘‘তোমরা এক সাথে খাও এবং পৃথক পৃথক খেয়ো না। যেহেতু জামাআতের সাথে (খাবারে) বরকত আছে।’’[2]
একদা সাহাবাগণ বললেন, ‘হে আল্লাহর রসূল! আমরা খাই, কিন্তু পরিতৃপ্ত হই না। (তার কারণ কি?)’ তিনি বললেন, ‘‘সম্ভবতঃ তোমরা পৃথক পৃথক খাও।’’ তাঁরা বললেন, ‘জী হ্যাঁ।’ তিনি বললেন, ‘‘তাহলে তোমরা খাবারে এক সাথে বস এবং আল্লাহর নাম নাও, তাহলে তোমাদের খাবারে বরকত হবে।’’[3]
তিনি আরো বলেন, ‘‘আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় খাবার হল সেই খাবার, যার উপর অনেক হাত পড়ে।’’[4]
পক্ষান্তরে একাকী পৃথক পৃথকভাবে খাওয়াও বৈধ। যেমন মহান আল্লাহ বলেন, ‘‘তোমরা একত্রে আহার কর অথবা পৃথক পৃথকভাবে আহার কর তাতে তোমাদের জন্য কোন অপরাধ নেই।’’[5]
[2]. ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৩২৮৭, সহীহুল জা’মে হা/৪৫০০
[3]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ১৫৬৪৮, আবূ দাঊদ হা/৩৭৬৪, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৩২৮৬, সহীহুল জা’মে হা/১৪২
[4]. সহীহুল জা’মে হা/১৭১
[5]. সূরা নূর-২৪:৬১