ইসলামী জীবন-ধারা পানাহারের আদব আবদুল হামীদ ফাইযী ১ টি
১৪। খাবার যেমনই হোক তার কোন দোষ বর্ণনা করতে হয় না

খাদ্যের কোন প্রকার ত্রুটি বর্ণনা না করে তা ভালো লাগলে খান, না লাগলে ছেড়ে দিন। যেহেতু তাতে রাঁধুনীর মন ছোট হয়।

মহানবী (ﷺ) কখনো খাবারের ত্রুটি বর্ণনা করতেন না। কিছু খেতে ইচ্ছা হলে খেতেন, না হলে তা বর্জন করতেন।[1]

[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫৪০৯, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২০৬৪