উমরাহর ফরয, ওয়াজিব ও সুন্নাত
ফরয |
ওয়াজিব |
সুন্নাত |
ইহরাম করা |
মীকাত থেকে ইহরাম করা |
উল্লেখযোগ্য সুন্নাতগুলো হল: |
তাওয়াফ করা |
কসর/হলক্ব করা |
হাজারে আসওয়াদ চুম্বন করা |
সাঈ করা |
|
পুরুষদের ওপর সুন্নাত হচ্ছে এ তাওয়াফের প্রথম তিন চক্করে ‘রমল’ করা |
|
|
পুরুষদের জন্য সুন্নাত হচ্ছে এ তাওয়াফের সব কয়টি চক্করে ইদতেবা করা |
|
|
ইয়েমেনী কোণ স্পর্শ করা |
|
* তাওয়াফের পর দু’রাকাত সালাত |