এটাও দু'প্রকার। প্রথমঃ সৃষ্টিগত দ্বিতীয়ঃ যাদুর মাধ্যমে। যাদুর দ্বারা বশকৃত জিন মহিলার জরায়ুর ভেতরে প্রবেশ করে মহিলার যেই ডিম্বানু রয়েছে তা নষ্ট করে দেয়, যার ফলে আর বাচ্চা ধরে না। অথবা কখনও সে জ্বিন ডিম্বানু ক্ষতি করে না। অতএব জরাযুতে বাচ্চা ধরে; কিন্তু গর্ভধারণের কয়েক মাস পরে শয়তান জরায়ুর কোন রগে আঘাত করে, যার ফলে স্রাব নির্গত হওয়া শুরু হয়। পরে গর্ভপাত হয়ে যায়। বার বার গর্ভপাত বেশিরভাগ জিনের কারণে হয়ে থাকে। আর এ ধরণের অবস্থার বহু চিকিৎসাও করা হয়ে থাকে। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে- “নিশ্চয়ই শয়তান আদম সন্তানের মধ্যে রক্তের মত চলাচল করে।" (বুখারীঃ ৪/২৮২ ও মুসলিমঃ ১৪/১১৫)