আল-ফিকহুল আকবর
ইসমাতুল আম্বিয়া, সাহাবায়ে কেরাম, তাকফীর, সুন্নাত ও ইমামাত ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৫. ২. কাফির কথনের পদ্ধতিসমূহ
বিভ্রান্ত ফিরকাগুলোর ‘‘তাকফীর’’ পদ্ধতিকে তিনভাগে ভাগ করা যায়:
(১) কুফর-এর পরিধি বৃদ্ধির মাধ্যমে তাকফীর,
(২) ঈমান-এর পরিধি বৃদ্ধির মাধ্যমে তাকফীর এবং
(৩) কথা বা মতের পরিণতির অজুহাতে তাকফীর।