খাযিরাহ অভিযান (سَرِيَّةُ أَبِيْ قَتَادَةَ إِلٰى خَضِرَةَ):
(৮ম হিজরী শা‘বান মাস) এ অভিযানের কারণ ছিল, নাজদের অন্তর্ভুক্ত মুহারিব গোত্রের অঞ্চলে খাযেরা নামক জায়গায় বনু গাত্বাফান সৈন্য একত্রিত করছিল। এ প্রেক্ষিতে তাদের সমুচিত শিক্ষা দানের উদ্দেশ্যে পনের জন মুজাহিদসহ আবূ ক্বাতাদাহ (রাঃ)-কে প্রেরণ করা হয়। তিনি শত্রুদের একাধিক ব্যক্তিকে হত্যা এবং বন্দী করেন। কিছু গণীমতও হস্তগত হয়। এ অভিযানে তাঁরা পনের দিন বাইরে অবস্থান করেন।[1]
[1] রহমাতুল্লিল আলামীন ২য় খন্ড ২৩৩ পৃঃ, তালকীহুল ফহুম ৩৩ পৃঃ।