হাদীসের নামে জালিয়াতি
        
         সালাত ও আনুষঙ্গিক প্রসঙ্গ -  (গ) পাঁচ ওয়াক্ত সালাত বিষয়ক    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৬. আলিমের পিছনে সালাত ৪৪৪০ গুণ সাওয়াব 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এই জাতীয় আরেকটি বানোয়াট কথা হলো,
اَلصَّلاَةُ خَلْفَ الْعَالِمِ بِأَرْبَعَةِ آلاَفٍ وَأَرْبَعِمِائَةٍ وَأَرْبَعِيْنَ صَلاَةً
‘আলিমের পিছনে সালাতে ৪৪৪০ গুণ সাওয়াব।’[1]
              [1] মোল্লা আলী কারী, আল-মাসনূ, পৃ. ১৫২; আল-আসরার, পৃ. ১৪৭।