হাদীসের নামে জালিয়াতি
        
         সালাত ও আনুষঙ্গিক প্রসঙ্গ -  (ক) পবিত্রতা বিষয়ক    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৭. ওযুর আগের দোয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ওযূর পূর্বে পাঠের জন্য প্রচলিত একটি দুআ[1]:
بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْحَمْدُ للهِ عَلَى دِيْنِ الإِسْلاَمِ، الإِسْلاَمُ حَقٌّ وَالْكُفْرُ بَاطِلٌ وَالإِسْلاَمُ نُوْرٌ وَالْكُفْرُ ظُلْمَةٌ
এ দোয়াটি বানোয়াট। বিভিন্ন হাদীসে ওযুর পূর্বে ‘বিসমিল্লাহ’ পাঠ করার নির্দেশ দেয়া হয়েছে। একটি হাদীসে ‘বিসমিল্লাহ ওয়া আল-হামদু লিল্লাহ’ (আল্লাহর নামে ও প্রশংসা আল্লাহ নিমিত্ত) বলার উৎসাহ দেয়া হয়েছে। তবে উপরের দোয়াটির কথা কোনো হাদীসে আছে বলে জানা যায় না।
              [1] মাও. গোলাম রহমান, মকছুদোল মো’মেনীন, পৃ. ১২৭।