হাদীসের নামে জালিয়াতি
        
         সালাত ও আনুষঙ্গিক প্রসঙ্গ -  (ক) পবিত্রতা বিষয়ক    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৫. শবে বরাত বা শবে কদরের গোসল 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এ দু রাতে গোসল করার বিষয়ে যা কিছু বলা হয় তা সবই বানোয়াট। এ দু রাত্রিতে গোসলের ফযীলতে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি। পরর্বতীতে এ বিষয়ক জাল হাদীসগুলো উল্লেখ করার আশা রাখি।