হাদীসের নামে জালিয়াতি
        
         তুরবায়ে মুহাম্মাদী বা রাসূলুল্লাহ ﷺ-এর সৃষ্টির মাটি    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ২১. রাসূলুল্লাহ (ﷺ), ফাতেমা, হাসান, হুসাইন (রা) একই মাটির 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবূ নুআইম ইসপাহানীর ‘ফাযাইলুস সাহাবাহ’ গ্রন্থে সংকলিত একটি হাদীসে রাসূলুল্লাহ ﷺ ফাতেমা (রা) ও হাসান-হুসাইন (রা) সম্পর্কে বলেছেন:
خُلِقْتُ وَخُلِقْتُمْ مِنْ طِيْنَةٍ وَاحِدَةٍ
‘‘আমি এবং তোমরা একই মাটি থেকে সৃষ্ট হয়েছি।’’
সুয়ূতী, ইবন আর্রাক প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে জাল বলেছেন।[1]
              [1] সুয়ূতী, যাইলুল লাআলী, পৃ. ৬২; ইবনু আর্রাক, তানযীহ ১/৪০০।