হাদীসের নামে জালিয়াতি
        
         ৪. জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৪. ৬. তুলনামুলক নিরীক্ষা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        হাদীসের বিশুদ্ধতা নির্ণয় এবং বিশুদ্ধ হাদীসকে অশুদ্ধ হাদীস থেকে পৃথক করার ক্ষেত্রে মুহাদ্দিসগণের অন্যতম পদ্ধতি ছিল সার্বিক নিরীক্ষা (Cross Examine)। এ ক্ষেত্রে তাঁরা মূলত সাহাবীগণের কর্মধারার অনুসরণ করেছেন।