আমি তাওবা করতে চাই . . কিন্তু !
        
         তাওবাকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ ফাত্ওয়া    শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ   ১  টি 
     [প্রশ্ন নং ৯] আমি আমার আববার এবং নিকটাত্মীয়ের পকেট থেকে গোপনে টাকা পয়সা সরিয়ে নিতাম। আমি এখন তাওবা করতে চাই। আমি সঠিক ভাবে বলতে পারবো না যে, মোট কত টাকা নিয়েছি। আমি এদের সামনে যেতে খুবই বিব্রতবোধ করছি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        উত্তর: আপনি মোটামুটি একটা অনুমান করে নিবেন এবং ধারণা করবেন যে কত হতে পারে। আর আপনি যেমন গোপনে নিয়েছেন তেমনি গোপনে ফেরত দিলে কোন অসুবিধা নেই।