সলাতে চোখ বন্ধ রাখা নাবী (ﷺ) এর সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) এবং অন্যান্য ইমামগণ সলাতে চোখ বন্ধ রাখাকে মাকরুহ বলেছেন। তারা বলেন- এটি হচ্ছে ইহুদীদের অভ্যাস। অন্যরা চোখ বন্ধ রাখাকে জায়েয বলেছেন। সঠিক কথা হচ্ছে চোখ খুললে যদি সলাতে খুশু-খুযুর (একাগ্রতা, মনোযোগ ও একনিষ্ঠতার) কোন ক্ষতি না হয় তাহলে চোখ খুলে রাখাই উত্তম।

তবে কিবলার দিকে যদি চাকচিক্যময় বস্ত্ত থাকে এবং চোখ খোলা রাখার কারণে দৃষ্টি ঐ সব বস্ত্তর দিকে চলে যাওয়ার কারণে সলাতে একাগ্রতার ক্ষতি হয় তাহলে চোখ বন্ধ রাখাতে কোন দোষ নেই।