তারিখ | স্থান | করনীয় ইবাদত |
৮ই যিলহজ্জের পূর্বের কাজ | মীকাত | (১) মীকাত থেকে ইহরাম বাঁধবেন। |
মক্কা | (২) কাবা ঘরে উমরার তাওয়াফ করবেন। (৩) সাঈ করবেন। (৪) চুল কেটে হালাল হয়ে যাবেন। |
|
হজ্জের ধারাবাহিক কাজ | ||
৮ই যিলহজ্জ তারউইয়্যার দিন | মিনা | নিজ বাসস্থান থেকে ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে সূর্যোদয়ের পর মিনায় রওয়ানা হবেন। সেখানে যুহর, আসর, মাগরিব, এশা ও ফজরের সালাত আদায় করবেন। |
৯ই যিলহজ্জ (আরাফার দিন) | আরাফা ময়দান |
(১) সূর্যোদয়ের পর আরাফাতে রওয়ানা হবেন। (২) যুহরের প্রথম ওয়াক্তে যুহর ও আসর পড়বেন একত্রে পরপর দুই দুই রাকআত করে। (৩) সূর্যাস্তের পর মুযদালিফায় রওয়ানা করবেন। মাগরিব-এশা সেখানেই পড়বেন। (৪) সেখানে রাত্রি যাপন করে প্রথম ওয়াক্তে অন্ধকার থাকতেই ফজর পড়বেন। (৫) আকাশ ফর্সা হওয়া পর্যন্ত কেবলামুখী হয়ে হাত তুলে দীর্ঘ সময় দোয়া ও মোনাজাতে মশগুল থাকবেন। (৬) বড় জামারায় নিক্ষেপের জন্য ৭টি কংকর এখান থেকে কুড়াতে পারেন। |
১০ ই যিলহজ্জ (ঈদের দিন) | মিনা | (১) বড় জামরায় ৭টি কংকর নিক্ষেপ করবেন। (২) কুরবানী করবেন। (৩) চুল কাটাবেন। অতঃপর ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ পোষাক পরে ফেলবেন। |
মক্কা | (৪) তাওয়াফে ইফাদা করবেন। এদিন না পারলে এটি ১১ বা ১২ তারিখেও করতে পারবেন এবং তৎসঙ্গে সাঈও করবেন। | |
১১ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক) ১ম দিন |
মিনা |
(১) দুপুরের পর সিরিয়াল ঠিক রেখে প্রথমে ছোট, মধ্যম ও এর পরে বড় জামরায় প্রত্যেকটিতে ৭টি করে কংকর নিক্ষেপ করবেন। (২) মিনায় রাত্রি যাপন করবেন। |
১২ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক) ২য় দিন |
মিনা |
১) পূর্বের নিয়ম অনুযায়ী ৩টি জামরায় ৭+৭+৭=২১টি কংকর নিক্ষেপ করবেন। দুপুরের আগে কংকর নিক্ষেপ করবেন না। (২) সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। তা না পারলে আজ দিবাগত রাতও মিনায় কাটাবেন। |
১৩ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক) ৩য় দিন |
মিনা | (১) যারা গত রাত মিনায় কাটিয়েছেন তারা আজ দুপুরের পর পূর্ব দিনের নিয়মেই ৭টি করে মোট ২১ টি কংকর মারবেন। অতঃপর মিনা ত্যাগ করবেন। |
অতঃপর | মক্কা | দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করবেন। |