১৮৩- মেয়েরা কি একাকী হজ্জে যেতে পারবে? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        না। মেয়েলোক হলে তার সাথে পিতা, স্বামী, ভাই, ছেলে বা অন্য মাহরাম পুরুষ থাকতে হবে। দুলাভাই, দেবর, চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাই তথা গায়রে মাহরাম হলে চলবে না।