৬৩- তাওয়াফের ওয়াজিব কয়টি ও কী কী? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ৫টি, সেগুলো হলোঃ
(১) অযূ করা।
(২) সতর ঢাকা।
(৩) হাজরে আসওয়াদকে বামপাশে রেখে তাওয়াফ করা।
(৪) তাওয়াফের পর দু’রাকআত সালাত আদায় করা।