দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]
        
         জমিতে উৎপাদিত ফল ও ফসলের যাকাত    শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন   ১  টি 
     খাজনার জমিতে উৎপাদিত শস্যের যাকাতের বিধান 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        যে জমির খাজনা দিতে হয় সে জমি হতে উৎপাদিত শস্যের ওশর বা যাকাত আদায় করতে হবে। ওমর বিন আব্দুল আযীয (রহঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
الْخَرَاجُ عَلَى الأَرْضِ وَفِيْ الْحَبِّ الزَّكَاةُ-
‘খাজনা হল জমির উপর এবং যাকাত (ওশর) হল ফসলের উপর’।[1]
পক্ষান্তরে খাজনার জমিতে ওশর দিতে হয় না মর্মে নিম্নোক্ত দলীল পেশ করা হয়ে থকে, لاَ يَجْتَمِعُ عَلَى الْمُسْلِمِ خِرَاجٌ وَعُشْرٌ- ‘মুসলমানের উপর একই সাথে খাজনা ও ওশর একত্রিত হয় না’।[2]
ইমাম বায়হাক্বী (রহঃ) উল্লিখিত হাদীছটিকে বাতিল বলে উল্লেখ করেছেন। কারণ উল্লিখিত হাদীছের বর্ণনাকারী ইয়াহইয়া ইবনু আনবাসাহ্ হাদীছ জাল করার দোষে দুষ্ট।[3]
              [1]. সুনানুল কুবরা লিল বায়হাক্বী হা/৭৭৪৬।
[2]. সুনানুল কুবরা লিল বায়হাক্বী হা/৭৭৪৮।
[3]. তদেব।
                      
        [2]. সুনানুল কুবরা লিল বায়হাক্বী হা/৭৭৪৮।
[3]. তদেব।