দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]
        
         জমিতে উৎপাদিত ফল ও ফসলের যাকাত    শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন   ১  টি 
     কখন শস্যের যাকাত ফরয? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        শস্য যখন পরিপক্ক হবে এবং তা কর্তন করা হবে তখন শস্যের যাকাত আদায় করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, وَآتُوْا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ‘ফসল তুলবার দিনে তার হক (যাকাত) প্রদান করবে’ (আন‘আম ৬/১৪১)।
উল্লেখ্য যে, শস্য কর্তন করে তা সংরক্ষণের যথাস্থানে রাখার পূর্বে নষ্ট বা হারিয়ে গেলে তার উপর যাকাত ফরয নয়। তবে তা সংরক্ষণের যথাস্থানে রাখার পরে মালিকের অলসতা বা অবহেলার কারণে নষ্ট হলে বা হারিয়ে গেলে তার উপর যাকাত ফরয। আর তা সংরক্ষণের যথাসাধ্য চেষ্টা করার পরে নষ্ট বা হারিয়ে গেলে তার উপর যাকাত ফরয নয়।[1]
              [1]. শারহুল মুমতে‘ ৬/৮২ পৃঃ।