দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]
        
         জমিতে উৎপাদিত ফল ও ফসলের যাকাত    শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন   ১  টি 
     এক শস্য অন্য শস্যের নিছাব পূর্ণ করবে কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        কোন ব্যক্তির ১০ মণ ধান ও ১০ মণ গম উৎপন্ন হলে সে কি উভয় শস্য একত্রিত করে যাকাত আদায় করবে? না-কি পৃথকভাবে কোনটি নিছাব পরিমাণ না হওয়ায় যাকাত আদায় করা থেকে বিরত থাকবে? এ ব্যাপারে ছহীহ মত হল, গম, যব, ধান ইত্যাদি প্রত্যেকটি পৃথক শস্য। অতএব শস্যগুলি পৃথকভাবে নিছাব পরিমাণ হলেই কেবল যাকাত ফরয। অন্যথা ফরয নয়। তবে একই শস্যের বিভিন্ন শ্রেণী একই নিছাবের অন্তর্ভুক্ত। যেমন মিনিকেট, পারিজা, চায়না, স্বর্ণা সহ বিভিন্ন শ্রেণীর ধান একই নিছাবের অন্তর্ভুক্ত।[1]
              [1]. ছহীহ ফিক্বহুস সুন্নাহ ২/৪৫ পৃঃ।