১ নং দুআ:
باسْمِ اللهِ أَرْقِي نفسي، مِن كُلِّ شيءٍ يُؤْذِيني، مِن شَرِّ كُلِّ نَفْسٍ، أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيني باسْمِ اللهِ أَرْقِي نفسي
উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বী নাফসী, মিন কুল্লি শাইয়িন ইউ’যীনী, মিন শাররি কুল্লি নাফসিন, আও আইনি হাসিদিন, আল্লাহু ইয়াশফীনী, বিসমিল্লাহি আরক্বী নাফসী।
অর্থ: "আল্লাহর নামে আমি আমার নিজেকে রুকিয়া (ঝাড়-ফুঁক) করছি, প্রতিটি ক্ষতিকারক জিনিস থেকে, প্রতিটি আত্মার অনিষ্ট থেকে, অথবা হিংসুক ব্যক্তির বদনজর থেকে। আল্লাহ আমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আমার নিজেকে রুকিয়া করছি।"
২ নং দুআ:
أذْهِبِ البَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وأَنْتَ الشَّافِي، لا شِفَاءَ إلَّا شِفَاؤُكَ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ: আযহিবিল বা'সা রব্বান-নাস, ইশফি ওয়া আন্তাশ-শাফী, লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাক্বামা।
অর্থ: "হে মানুষের রব! কষ্ট দূর করে দিন। আরোগ্য দান করুন, আপনিই আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ব্যতীত অন্য কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যা কোনো রোগকে অবশিষ্ট না রাখে।"
৩ নং দুআ:
أسألُ اللهَ العظيمَ، ربَّ العرشِ العظيمِ، أنْ يشفيَكَ
উচ্চারণ: আসআলুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম, আঁই ইয়াশফিয়াকা।
অর্থ: "আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যিনি মহান আরশের মালিক, তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন।"
বিশেষ দ্রষ্টব্য: দোয়াটি এইভাবে পাঠ করবে অন্যের সুস্থতার জন্য বা অন্যকে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে। কিন্তু নিজের সুস্থতা কিংবা নিজেকে ঝাড়ফুঁক করার করার ক্ষেত্রে শুধু শেষ শব্দটি পাঠ করবে এভাবে:
يشفيَنى
(ইয়াশফিয়ানী)
"আমাকে আরোগ্য দান করেন।"
৪ নং দুআ:
باسْمِ اللهِ يُبْرِيني، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيني، وَمِنْ شَرِّ حَاسِدٍ إذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
উচ্চারণ: বিসমিল্লাহি ইউবরীনী, ওয়া মিন কুল্লি দাঈন ইয়াশফীনী, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া শাররি কুল্লি যি আইন।
অর্থ: "আল্লাহর নামে (আমি রুকিয়া করছি), যিনি আমাকে সুস্থ করবেন, যিনি আমাকে প্রতিটি রোগ থেকে আরোগ্য দান করবেন এবং যিনি আমাকে হিংসুক ব্যক্তির হিংসা থেকে রক্ষা করবেন যখন সে হিংসা করে এবং যিনি আমাকে প্রতিটি বদনজরকারীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।"
৫ নং দুআ:
(باسْمِ اللَّهِ، تُرْبَةُ أرْضِنَا، برِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بإذْنِ رَبِّنَا)
উচ্চারণ: বিসমিল্লাহি, তুরবাতু আরদিনা, বিরীক্বাতি বা'দিনা, ইউশফা সাক্বীমূনা, বিইযনি রব্বিনা।
অর্থ: "আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি, আমাদের কারো থুথুর (লালার) সাথে মিশিয়ে, আমাদের অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করুক, আমাদের রবের অনুমতিক্রমে।"
৬ নং দুআ:
أَعُوذُ بكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِن شَرِّ ما خَلَقَ
উচ্চারণ: আ'উযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা-খলাক্ব।
অর্থ: "আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।"
৭ নং দুআ:
أَعُوذُ بكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِن كُلِّ شيطَانٍ وهَامَّةٍ، ومِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: আ'উযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মাতি, মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি আইনি লা-ম্মাহ।
অর্থ: "আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল কুদৃষ্টি (বদনজর) থেকে।"
◆ রোগীকে রুকিয়া বা ঝাড়ফুঁক করার দুটি গুরুত্বপূর্ণ দুআ:
https://www.facebook.com/share/p/1WL12uxtWo/
◆ সহীহ হাদীসে বর্ণিত ১০টি নির্বাচিত ঝাড়-ফুঁকের দুআ
https://www.facebook.com/share/p/1DTpMgncw3/
◆ সবসময় সুস্থ ও ভালো থাকার দুআ:
https://www.facebook.com/share/p/1BUPkA8Knr/
◆ পানিতে রুকিয়া বা ঝাড়ফুঁক করে তা পান করা বা তা দ্বারা গোসল করার বিধান এবং এ সংক্রান্ত একটি ভ্রান্তি নিরসন
https://www.facebook.com/share/p/19tUY8hQfZ/
◆ পানিতে রুকিয়া বা ঝাড়ফুঁক করে তা পান করা বা তা দ্বারা গোসল করার বিধান এবং এ সংক্রান্ত একটি ভ্রান্তি নিরসন
https://www.facebook.com/share/p/14QFyQjSziK/
◆ রেকর্ডার (অডিও/ভিডিও) কি রুকিয়াকারী (ঝাড়ফুঁক দাতা) এর স্থলাভিষিক্ত হতে পারে?
https://www.facebook.com/share/p/1GQHSxRq93/
◆ রুকিয়া/ঝাড়ফুঁক সংক্রান্ত অডিও-ভিডিও শুনার বিধান:
https://www.facebook.com/share/p/1ARPngwNrH/
◆ রোগীর অনুপস্থিতিতে দূর থেকে নিয়ত করে অথবা টেলিফোন বা মাইকের সাহায্যে রুকিয়া (ঝাড়ফুঁক) করা শরীয়ত সম্মত নয়
https://www.facebook.com/share/p/17Cye983BF/
◆ কুরআনের আয়াত ও হাদিসে বর্ণিত দুআ দ্বারা তাবিজ ব্যবহারের বিধান কি? শরীর থেকে তাবিজ খুলে তা কোথায় ফেলা উচিৎ?
https://www.facebook.com/share/p/19rEE5JQs1/
◆ বদ নজরের চিকিৎসা
https://www.facebook.com/share/p/1JxAjukW1o/
◆ শিফা (রোগমুক্তি)-এর সূরাগুলো কী কী?
https://www.facebook.com/share/p/1GoMwSgAgu/
◆ দুআ ও মুনাজাত সংক্রান্ত প্রশ্নোত্তরের সকল লিংক একসাথে:
https://www.facebook.com/share/p/1GphirL6GD/
- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব